লঞ্চের আগে iQOO Z6 Pro-এর হ্যান্ডস-অন ভিডিও প্রকাশ্যে, দেখুন সেই ভাইরাল ভিডিও
স্মার্টফোন ব্র্যান্ড আইকো গতমাসে তাদের Z6 লাইনআপে অন্তর্ভুক্ত iQOO Z6 5G স্মার্টফোনটি লঞ্চ করার পর, এই সিরিজে আরেকটি নতুন মডেল সংযোজন করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ সম্প্রতি আইকোর ভারতীয় শাখার তরফ থেকে একটি টুইট করে নিশ্চিত করা হয়েছে যে, এই নতুন হ্যান্ডসেটটি iQOO Z6 Pro নামে বাজারে পা রাখবে। এর পাশাপশি আরও জানানো হয়েছে যে, এই হ্যান্ডসেটটির মূল্য ২৫,০০০ টাকার মধ্যে হবে। এখন আবার লঞ্চের আগে এই আসন্ন স্মার্টফোনের একটি হ্যান্ডস-অন ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। এর থেকে জানা গেছে iQOO Z6 Pro মডেলটি Qualcomm Snapdragon 778G প্রসেসর দ্বারা চালিত হবে। যদিও, আইকোর তরফে এখনও এই হ্যান্ডসেটের ফার্স্ট লুকটি প্রকাশ করা হয়নি।
প্রকাশ্যে এল আসন্ন iQOO Z6 Pro-এর হ্যান্ডস-অন ভিডিও
আইকো জেড৬ প্রো-এর হ্যান্ডস-অন ভিডিওটি টেক ইউটিউবার টেক বার্নার (Tech Burner) ওরফে শ্লোক শ্রীবাস্তব ইউটিউবে আপলোড করেছেন। এই ভিডিওতে দেখা গেছে যে, আসন্ন হ্যান্ডসেটটিতে অন্যান্য জেড-সিরিজ স্মার্টফোনের মতোই একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ থাকবে।
আইকো জেড৬ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (iQOO Z6 Pro Expected Specifications)
আইকো জেড৬ প্রো-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ OLED ডিসপ্লে দেওয়া হবে, যা ১,৩০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত হতে পারে। সংস্থার দাবি, এই হ্যান্ডসেটটি ভারতে ২৫,০০০ টাকা রেঞ্জের মধ্যে সবচেয়ে দ্রুততম স্মার্টফোন হতে চলেছে। এই ডিভাইসটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং সাইটে ৫,৫০,০০০ পয়েন্টেও বেশি স্কোর অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে।
ক্যামেরার ক্ষেত্রে, iQOO Z6 Pro-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। iQOO Z6 Pro-এ ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে ৬৬ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে। বলা হচ্ছে, এই চার্জিং প্রযুক্তির সাহায্যে ৪০ মিনিটের মধ্যে ফোনের ব্যাটারি সম্পূর্ন চার্জ করা সম্ভব হবে। iQOO Z6 Pro- এর ব্যাক প্যানেলটি ম্যাট ফিনিশ এবং সামনে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিজাইনের ডিসপ্লে দেখা যাবে। তবে, এই হ্যান্ডস-অন ভিডিওটিতে ইঙ্গিত করা হয়েছে যে, এই আইকো ফোনে ৩.৫ মিলিমিটারের জ্যাক থাকবে না।
উল্লেখ্য, iQOO Z6 Pro-এর দাম ২৫,০০০ টাকার নীচে হবে বলে জানা গেছে এবং এটি শুধুমাত্র অ্যামাজন থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। বর্তমানে, এই হ্যান্ডসেটের কালার অপশন এবং র্যাম/স্টোরেজ ভ্যারিয়েন্ট সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।