RCB vs DC: ছক্কা মেরে ইশান্তকে খোঁচান কোহলি, একই ওভারে আউট করে বিরাটের মজা নেন ইশান্ত - ভিডিও

By :  techgup
Update: 2024-05-12 17:28 GMT

বিরাট কোহলি (Virat Kohli) ও ইশান্ত শর্মা (Ishant Sharma) ছোটবেলা থেকেই বন্ধু। দুজনেই দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন এবং শৈশব থেকেই একসাথে খেলছেন। ইশান্ত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, টিম ইন্ডিয়ায় যখন তার নাম এসেছিল, তখন বিরাট তাকে এ বিষয়ে জানিয়েছিলেন। আজ আইপিএল ২০২৪-এর (IPL 2024) ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুই পুরোনো বন্ধু। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangaluru) ও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয় এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

এই ম্যাচে বিরাট কোহলিকে আউট করেন ইশান্ত শর্মা। আইপিএল ২০২৪-এ দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট। দিল্লির বিরুদ্ধে ম্যাচেও দারুণ শুরু করেছিলেন তিনি। মাঠের চার কোণেই শট খেলছিলেন তিনি। কিন্তু ইশান্তের অফ স্টাম্পের বাইরে যাওয়া বল বিরাটের ব্যাটের কানায় লেগে যায়। উইকেটরক্ষক অভিষেক পোরেল সহজেই বল ধরেন এবং বিরাটকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। টি-টোয়েন্টিতে প্রথমবার বিরাটকে আউট করলেন ইশান্ত।

বিরাট কোহলিকে আউট করার পর ইশান্ত শর্মার খুশির সীমা ছিল না। বন্ধুকে উত্যক্ত করার সুযোগে, বন্ধুর জন্য এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। সুযোগ হাতছাড়া না করে পৌঁছে যান ইশান্ত। বিরাট কোহলিকে ধাক্কা দেন তিনি। নীচে চোখ রেখে হাসতে হাসতে প্যাভিলিয়নে ফেরার পরও নিচের দিকে তাকিয়ে ছিলেন বিরাট কোহলি।

https://twitter.com/3TimesPOTT/status/1789665003810783274

বিরাট কোহলিও আউট হওয়ার আগে ইশান্ত শর্মাকে উত্যক্ত করেছিলেন। ইশান্তের ওভারের প্রথম বলে চার পরের বলে ছক্কা হাঁকান বিরাট। এরপর চতুর্থ বলেই আউট হয়ে যান বিরাট। এরপর ইশান্তের কাছে গিয়ে কিছু বলেন তিনি। এরপর বিরাটের ব্যাট থেকে একটি ছক্কা বেরিয়ে এসে তিনি আবার ইশান্তের দিকে ইঙ্গিত করেন। কিন্তু শেষ পর্যন্ত জিতলেন ইশান্ত শর্মা।

Tags:    

Similar News