কচিকাঁচাদের জন্য JioGames-এর নয়া চমক, গরমের ছুটির মজা দিতে ছোটা ভীম গেমের ঘোষণা

By :  techgup
Update: 2022-05-05 17:37 GMT

গরমের ছুটিতে পরিবারের ছোটরা যাতে তাদের পছন্দের চরিত্রকে নিয়ে গেমিংয়ে মেতে উঠতে পারে, সেজন্য JioGames প্ল্যাটফর্মে হাজির নতুন Chhota Bheem গেম। গ্রিন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেডের সাথে JioGames যুগ্মভাবে এই গেমটি তৈরী করেছে। সেক্ষেত্রে এর মজা লুটতে হলে আগ্রহীদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা Jio -র সেট-টপ বক্স থেকে JioGames প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। এরপর সেখানেই তারা Chhota Bheem Games খেলার সুযোগ পেয়ে যাবেন।

JioGames প্ল্যাটফর্মে বাচ্চাদের নয়নের মণি Chhota Bheem

একথা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে অ্যানিমেটেড ছোটা ভীম চরিত্রটি বাচ্চাদের নয়নের মণি। তাই JioGames প্ল্যাটফর্মে নবাগত ছোটা ভীম গেমের জনপ্রিয়তা যে উত্তরোত্তর বাড়বে সেই বিষয়ে সন্দেহ নেই। আসলে ছোটা ভীমের প্রতি অনুরক্ত এহেন ফ্যানেদের কথা ভেবেই জিওগেমস, গ্রিন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেডের সাথে হাত মিলিয়ে ছোটা ভীম গেম প্রস্তুত করেছে।

এদিকে জিওগেমসের সাথে যৌথভাবে ছোটা ভীম গেম তৈরীর প্রসঙ্গে গ্রিন গোল্ড অ্যানিমেশন প্রাইভেট লিমিটেডের চিফ স্ট্র্যাটেজি অফিসার শ্রীনিবাস চিলাকালাপুরী জানান, জিও'র সাথে একত্রে কাজ করতে তারা উৎসুক। তাছাড়া JioGames -এর মতো প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে পারাও তাদের কাছে যথেষ্ট বড় ব্যাপার বলেই শ্রীনিবাস জানান। আসলে বর্তমানে অগণিত ডিভাইসে জিওগেমস সুলভ। সর্বোপরি বাচ্চাদের জন্য প্রস্তুত তাদের নতুন নতুন আইপি (IP) লঞ্চের উপযুক্ত ইকোসিস্টেম জিও'র রয়েছে বলেও গ্রিন গোল্ড অ্যানিমেশনের উচ্চপদস্থ কর্তা শ্রীনিবাস এদিন উল্লেখ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ছোটা ভীম ছাড়াও গ্রিন গোল্ড অ্যানিমেশন ভবিষ্যতে জিওগেমস প্ল্যাটফর্মে আরো ৫টি হাইপার ক্যাজুয়াল গেম সংযুক্ত করতে চলেছে যাদের নাম এখনো প্রকাশ্যে আসেনি। পরিশেষে জানিয়ে রাখি, ভারতে প্রকৃত অ্যানিমেশন প্রস্তুতির ক্ষেত্রে গ্রিন গোল্ড একটি জনপ্রিয় নাম। প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান ছোটদের বিনোদন যুগিয়ে আসছে। লক্ষ লক্ষ শিশু-কিশোরের মধ্যে তাদের কনটেন্টের তুমুল জনপ্রিয়তা রয়েছে। ফলে আগামী সময়ে JioGames প্ল্যাটফর্মে হাজির নয়া Chhota Bheem গেমও অতীতের ধারা মেনে বাচ্চাদের মনে স্থায়ী জায়গা করে নেবে বলেই আমাদের ধারণা।

Tags:    

Similar News