KTM Duke 125-কে ধরাশায়ী করতে হাজির হোন্ডার নতুন 125cc বাইক, এই ফিচার আর কোথাও নেই!

By :  SUMAN
Update: 2022-11-12 10:25 GMT

KTM 125 Duke-কে টেক্কা দিতে হোন্ডা (Honda) তাদের ১২৫ সিসি বাইক CB125R নতুন ভার্সনে নিয়ে এল। নিও স্পোর্টস মডেলটি লেটেস্ট আপডেট হিসেবে চারটি নতুন পেইন্ট স্কিম পেয়েছে। যেগুলি হল – ম্যাট ব্ল্যাক, সিলভার, ব্লু এবং ক্যান্ডি রেড। ম্যাট ব্ল্যাক ভার্সনটিতে স্টিলদি লুক বর্তমান। যার বেলি প্যান, ট্যাঙ্ক এক্সটেনশন এবং ইউএসডি কেসিংয়ে ব্ল্যাক ফিনিশিং দেওয়া হয়েছে। তবে অন্যান্য মডেলের ইউএসডি কেসিংটি সোনালী রঙের।

২০২১-এ শেষবার হোন্ডা তাদের এই CB125R ইউরো-৫ নির্গমন বিধির ইঞ্জিন সমেত এনেছিল। যা থেকে ১৪.৯৫ পিএস শক্তি এবং ১১.৬ এনএম টর্ক উৎপন্ন হতো। যা ইউরো-৪ এর আউটপুটের চাইতে ১.৬৩ পিএস এবং ১.৬৩ এনএম টর্ক বেশি। হোন্ডার দাবি এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০৫ কিমি। এতে রয়েছে ১০.১ লিটারের ট্যাঙ্ক এবং ছোট ইঞ্জিন।

প্রসঙ্গত, 2023 Honda CB125R-এর হার্ডওয়্যারে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই একটি ৪১ মিমি শোয়া সেপারেট ফাংশন বিগ পিস্টন (SFF-BP) ইউএসডি ফর্ক ছুটবে বাইকটি। উল্লেখ্য, ১২৫ সিসি সেগমেন্টে এই ফিচার আর কোনও বাইকে উপলব্ধ নেই। এছাড়া রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সহ ২৯৬ মিমি ফ্রন্ট পেটাল এবং ২২০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক।

নতুন Honda CB125R-এ একটি আইএমইউ বা ইনারশিয়াল মেজারমেন্ট ইউনিট চালিত ব্যবস্থা প্রদান করা হয়েছে। পুরো বাইকটিই দাঁড়িয়ে রয়েছে একটি স্টিলের ট্রেলিস ফ্রেমের উপর। বেশি দাম হওয়ার কারণে ভারতে এই বাইকটি লঞ্চের কোনো সম্ভাবনা নেই। আর্ন্তজাতিক বাজারে CB125R-এর প্রতিপক্ষদের মধ্যে রয়েছে KTM 125 Duke, Yamaha MT-125 ও Suzuki GSX-S125।

Tags:    

Similar News