এখান থেকে কিনুন iPhone 14 ও iPhone 14 Plus, বাঁচান 17000 টাকা

Update: 2023-04-01 05:37 GMT

iPhone 14 সিরিজ লঞ্চের পর কেটে গেছে প্রায় ৬ মাস, এখন Apple কোম্পানি তার পরবর্তী স্মার্টফোন লাইনআপ অর্থাৎ iPhone 15 সিরিজের ওপর কাজ করছে। ইতিমধ্যেই আসন্ন প্রিমিয়াম ফোনগুলির একাধিক ফিচার নেটদুনিয়ায় ফাঁস হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে লেটেস্ট iPhone-গুলির মধ্যে কোনো একটি মডেল কিনতে চান, তাহলে এখন আপনার জন্য রয়েছে দারুন অফার। এখন Flipkart-এর দৌলতে iPhone 14 এবং iPhone 14 Plus দুটি মডেল প্রায় ১৭,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। এছাড়াও এক্সচেঞ্জ অফার কাজে লাগালে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত হ্যান্ডসেটের দাম আরও কমে আসবে। অর্থাৎ সস্তায় iPhone কেনার এটি এক সুবর্ণ সুযোগ। কিন্তু ঠিক কি অফার দিচ্ছে Flipkart? আসুন জেনে নেই লেটেস্ট iPhone জোড়া কেনার খরচ।

বর্তমানে এই দুটি iPhone ব্যাপক সস্তায় কেনার সুযোগ দিচ্ছে Flipkart

১. iPhone 14: ভ্যানিলা আইফোন ১৪-র দাম প্রায় ৭০,০০০ টাকা। তবে ৭৯,৯০০ টাকায় লঞ্চ হলেও আইফোন ১৪ (প্রোডাক্ট) রেড মডেলটি এখন ৬৮,৯৯৯ টাকায় কেনা যাবে, কোনো ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার ছাড়াই। কিন্তু এক্সচেঞ্জ অফার কাজে লাগালে ২৭,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, যেখানে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ডের দরুন ৪,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন ক্রেতারা।

২. iPhone 14 Plus: অন্যদিকে আইফোন ১৪ প্লাস (প্রোডাক্ট) রেড মডেলের বেস ভ্যারিয়েন্ট মানে ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের এমআরপি (MRP) ৮৯,৯০০ টাকা। তবে অফারে এটি ফ্লিপকার্ট থেকে ৭৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে মিলবে অতিরিক্ত ৪,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। অর্থাৎ সব মিলিয়ে ১৬,৯০১ টাকার ছাড় পাওয়া যাবে এই আইফোনে। আবার, যদি কেউ পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এই মডেলটি কেনেন, তাহলে তিনি এতেও ২৭,০০০ টাকা পর্যন্ত ভ্যালু পাবেন। বুঝতেই পারছেন এই অফারগুলি কতটা আকর্ষণীয়!

iPhone 14 ও 14 Plus-এর স্পেসিফিকেশন

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস দুটি মডেলেই ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পারফরম্যান্সের জন্য থাকবে এ১৫ বায়োনিক হেক্সা কোর প্রসেসর ও আইওএস ১৬ সফ্টওয়্যার। এছাড়াও দুটি আইফোনই ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে বহন করে। এগুলিতে ৫জি (5G) কানেক্টিভিটি বিদ্যমান। যেখানে মিলবে আইপি৬৮ (IP68) রেটিংও।

Tags:    

Similar News