একটানা চলবে ২১ ঘন্টা, LG আনলো ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস TONE Free

By :  techgup
Update: 2020-10-26 09:05 GMT

ইলেকট্রনিক্স দুনিয়ার একটি পরিচিত নাম LG। দক্ষিণ কোরিয়ার এই ব্র্যান্ডটি বিভিন্ন ডিভাইস, হোম অ্যাপ্লায়েন্স বা অ্যাক্সেসরিজ তৈরির জন্য খুবই জনপ্রিয়। তবে এবার উইয়ারেবল (পরিধানযোগ্য) ডিভাইসের বিভাগে উপস্থিতি প্রসারিত করার জন্য, একটি নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস চালু করল LG। HBS-TFN7 মডেল নম্বর যুক্ত নতুন LG TONE Free ওয়্যারলেস ইয়ারবাডসটি আজই লঞ্চ হয়েছে, যার দাম প্রায় ১৯০ ডলার (ভারতীয় মূল্যে ১৪,০০০ টাকার কিছু বেশি)।

এই TONE Free ইয়ারবাডসটিতে বিশেষ ইন-ইয়ার ডিজাইন রয়েছে। এটির অ্যাডজাস্টেবল ইয়ার জেল সহ টুইস্ট-ফিট ভর্টেক্স রিব ডিজাইন মিউজিক শোনার সময় দূর্দান্ত অভিজ্ঞতা দিতে সক্ষম। নির্মাতা সংস্থার দাবি, এই প্রোডাক্টটি মেরিডিয়ান অডিও নামের ব্রিটিশ কোম্পানির সাহায্যে টিউন করা হয়েছে।

LG TONE Free এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশন বা ফিচারের কথা বললে, এই TWS ইয়ারফোনটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) টেকনোলজি রয়েছে যা ইউজারদের কোনো ঝামেলা ছাড়াই ভাল সাউন্ড আউটপুট সরবরাহ করে। এছাড়া উন্নত মিউজিক আউটপুট দেওয়ার এতে মেরিডিয়ান EQ সাউন্ড সেটিংস দেওয়া হয়েছে, যাতে চারটি কাস্টমাইজাইবেল প্রিসেট অপশন থাকবে – পরিষ্কার এবং ব্যালেন্স সাউন্ডের জন্য ন্যাচারাল প্রিসেট, 3D (থ্রি ডাইমেনশনাল) এক্সপিরিয়েন্সের ইমারসিভ প্রিসেট, ডেপ্থের বাস (Bass) বুস্ট এবং ভোকালের স্বচ্ছতার জন্য ট্রেবল (Treble) বুস্ট।

এছাড়া, LG TONE Free ইয়ারবাডসে ৩৯০ এমএএইচ ব্যাটারি আছে, এতে ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এটি মাত্র পাঁচ মিনিটের চার্জে এক ঘন্টা প্লেব্যাক দিতে পারে। LG এই ইয়ারবাডটির সাথে তার ইউভি-ন্যানো (UVnano) চার্জিং কেস সরবরাহ করছে। চার্জিং কেস সহ ইয়ারবাডসটি ২১ ঘন্টা ব্যাটারি লাইফ সরবরাহ করে এবং ANC ফিচার অন থাকলে ১৫ ঘন্টা পরিষেবা দিতে পারে। অন্যদিকে, এই চার্জিং কেসটি আল্ট্রাভায়োলেট লাইট ব্যবহার করে, যা E. coli ও S. aureus ব্যাকটেরিয়ার ৯৯.৯% ধ্বংস করে এবং ইউজারের কান পরিষ্কার রাখতে সাহায্য করে। মজার ব্যাপার, চার্জিং লেভেল এবং ইউভি-ন্যানো স্ট্যাটাস চেক করার জন্য ইয়ারবাডসটিতে একটি LED নোটিফিকেশন লাইট দিয়েছে LG। এছাড়া, ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IPX4 রেটিং রয়েছে।

Tags:    

Similar News