হঠাৎই Play Store মারফত 'ব্যান' MIUI Themes অ্যাপ, Xiaomi-র স্মার্টফোন ইউজাররা জেনে নিন কী করণীয়
Xiaomi MIUI (শাওমি এমআইইউআই) যেমন সেরা অ্যান্ড্রয়েড স্কিনগুলির মধ্যে একটি, তেমনই জনপ্রিয় এই কাস্টম স্কিনের অন্যতম সিস্টেম অ্যাপ MIUI Themes (এমআইইউআই থিমস)। এই অ্যাপটি বছরের পর বছর ধরে Xiaomi ব্র্যান্ডের সমস্ত ফোনে প্রি-ইনস্টলড অবস্থায় রয়েছে এবং এটির মাধ্যমে ইউজাররা বিভিন্ন থিম, ওয়ালপেপার, রিংটোন, ফন্ট ইত্যাদি ইচ্ছেমত সেট করার সুযোগ পান। কিন্তু এবার এই Themes অ্যাপই পেয়েছে 'ক্ষতিকারক' আখ্যা! আর শুধু তাই নয়, গতকাল অধিকাংশ Xiaomi, Redmi স্মার্টফোন থেকেই অ্যাপটি ডিস্যাবেল (disable) বা গায়েব হয়ে গেছে। আসলে Xiaomi-র MIUI Themes অ্যাপটি অতিসম্প্রতি Google Play Protect (গুগল প্লে প্রোটেক্ট)-এর সিকিউরিটি চেকে সফল হতে পারেনি, আর সেই কারণে এটিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে সরিয়ে দিয়েছে Google Play সিস্টেম।
Google Play-এর কারণে ব্যান MIUI Themes?
এমনিতে গুগল প্লে স্টোর (Google Play Store) অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের লাখো লাখো মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ দেয়, আর অন্যদিকে তাদের প্লে প্রোটেক্ট (Play Protect) সিস্টেম ডিভাইসে ইনস্টল থাকা সমস্ত অ্যাপে কোনো ত্রুটি আছে কিনা প্রতিনিয়ত চেক করে। সোজা কথায় বললে, গুগল প্লে প্রোটেক্ট সবসময় অ্যাপগুলিকে পর্যবেক্ষণ করে দেখে এবং ভাইরাস বা নেতিবাচক কিছু পেলে কিংবা কোনো অ্যাপ তাদের সিকিউরিটি সিস্টেম বাইপাস করলে সে বিষয়ে ইউজারকে অবহিত করে। এই একই কারণে প্রায়শই আমরা শুনতে পাই – প্লে স্টোর থেকে কিছু ক্ষতিকারক অ্যাপ রিমুভ করা হয়েছে। তবে গতকাল সকলের পর থেকে শাওমি ব্র্যান্ডের স্মার্টফোন ইউজাররা একটি নোটিফিকেশন পান যেখানে বলা হয়, এমআইইউআই থিমস অ্যাপ, অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্রোটেকশন বাইপাস করার চেষ্টা করছে। অতএব ইউজাররা যেন এই 'ক্ষতিকারক' (harmful) অ্যাপটিকে ডিস্যাবেল করেন।
এই পরিস্থিতিতে যারা গুগল প্লে স্টোরের স্ক্রিনে উপলব্ধ 'ডিস্যাবেল' অপশনটিতে ক্লিক করেন অথবা যাদের ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে প্লে প্রোজেক্ট অ্যাপটি ডিস্যাবেল হয়ে যায়, তারা কার্যত বিস্তর অস্বস্তিতে পড়েন/পড়েছেন। কারণ এরপর চোখের পলকে হোম স্ক্রিন থেকে উধাও হয়ে যায় এমআইইউআই থিমস এবং সেটিংসের বিভিন্ন অপশন থেকেও এটিকে অ্যাক্সেস করা সম্ভব হয়না। এই বিষয়ে গুগল বা শাওমি আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। কিন্তু দেখতে গেলে, এই অ্যাপ ছাড়া গোটা ফোনের কাস্টমাইজেশন (বিশেষ করে রিংটোন, নোটিফিকেশন টোন সেট) করা অনেক ঝামেলার। সেক্ষেত্রে আপনিও যদি শাওমি, রেডমি ফোনের ইউজার হন এবং গতকাল থেকে এমআইইউআই থিমস অ্যাপটি ফোন থেকে হারিয়ে থাকেন, তাহলে আমাদের বলা দুটি উপায় আপনার সমস্যা মেটাতে পারে। কী সেই জোড়া উপায়? আসুন জেনে নিই।
অ্যাপ সেটিং রিসেট করুন
শাওমি কমিউনিটির মতে, গুগল প্লের মাধ্যমে ডিস্যাবেল হওয়া এমআইইউআই থিমস পুনরায় ব্যবহার করার জন্যে ইউজারদের অ্যাপ সেটিংস (Setting) রিসেট করতে হবে। এক্ষেত্রে সেটিংস অ্যাপ খুলে 'ম্যানেজ অ্যাপস' (Manage apps) সেকশনে গেলেই ওপরের ডানদিকে দেখা যাবে থ্রি ডট আইকন। এখান থেকে 'রিসেট অ্যাপ প্রেফারেন্স' (Reset App Preference) অপশনটিতে ক্লিক করলেই ফের থিমস অ্যাপ ফিরে পাওয়া যাবে। উল্লেখ্য, এই অপশনটি ব্যবহার করলে কোনো অ্যাপের ডেটা ডিলিট হবে না; এটি শুধু ডিস্যাবেলড অ্যাপ, ডিস্যাবেলড নোটিফিকেশন, ডিফল্ট অ্যাপ সেটিং এবং ব্যাকগ্রাউন্ড রেস্ট্রিকশনগুলি রিসেট করে দেবে। তবে এই অপশন এমআইইউআই থিমসের সাথে আপনার অন্য ডিঅ্যাক্টিভেট করে রাখা অ্যাপ বা সেটিংও ফের চালু করে দেবে।
ডাউনলোড করুন MIUI Themes-এর নতুন ভার্সন
শাওমি তার বিশ্বব্যাপী ইউজারদের জন্য MIUI Themes অ্যাপের আপডেট একটি নতুন আপডেট (V2.1.0.3) প্রকাশ করেছে, এটির সাইজ ৩১.৫ এমবি। আপডেট লগ অনুসারে, এই আপডেটে কিছু বাগ সংশোধন এবং পারফরম্যান্স উন্নত করা হয়েছে; পাশাপাশি এতে Play Protect-এর সমস্যাটিও সমাধান করা হয়েছে। তবে যদি আপনারা সিস্টেম অ্যাপ আপডেটারে এই নয়া আপডেট দেখতে না পান, সেক্ষেত্রে ম্যানুয়ালি এটি ডাউনলোড করতে পারেন।