Motorola Moto G22 আজ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে আসছে, জেনে নিন সম্ভাব্য দাম ও ফিচার

Update: 2022-04-08 07:00 GMT

Motorola Moto G22 গতমাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। আজ ফোনটি ভারতে পা রাখতে চলেছে। আশা করা হচ্ছে ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টেও একই স্পেসিফিকেশন দেখা যাবে। তবে ভারতীয় মডেলে ১৫ ওয়াটের বদলে ২০ ওয়াট চার্জার দেওয়া হতে পারে। এছাড়া Moto G22 ফোনে পাওয়া যেতে পারে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন ফোনটির প্রত্যাশিত দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Motorola Moto G22 এর ভারতে সম্ভাব্য দাম

ভারতে মোটোরোলা মোটো জি২২ এর সঠিক দাম লঞ্চের পর জানা যাবে। তবে আমাদের অনুমান এর দাম রাখা হবে ১৩ হাজার টাকার আশেপাশে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনা যাবে।

Motorola Moto G22 এর স্পেসিফিকেশন

মোটোরোলা মোটো জি২২ ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আবার মোটোরোলা মোটো জি২২ ফোনের পিছনে দেওয়া হবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল কোয়াড পিক্সেল টেকনোলজি সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর , ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

Motorola Moto G22 ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশন সহ আসতে পারে। এতে দেওয়া হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম রান করে। ডিভাইসটিতে সাউড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

Tags:    

Similar News