মাত্র ৭৫ টাকায় ডট IN ডোমেইন, ডিজিটাল জীবন উপহার দিতে নয়া উদ্যোগ NIXI-র
ডিজিটাল ভারতের স্বপ্নকে সাকার করতে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তির ঠিক প্রাক্কালে দেশের মানুষের জন্য এক অভিনব অফার প্রকাশ্যে নিয়ে এল, ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (বা NIXI)। 'হর ঘর ডিজিটাল, হর জীবন ডিজিটাল' নামে সদ্য লঞ্চ হওয়া এই অফারের অাওতায় NIXI মাত্র ৭৫ টাকার বিনিময়ে, .IN এবং .भारत ডোমেইনের সম্পূর্ণ ১ বছরের রেজিস্ট্রেশন প্রদান করছে। ৫ই আগস্ট, ২০২২ থেকে ২০শে আগস্ট, ২০২২ -এর মধ্যে ডোমেইন বুক করলে নিক্সির (NIXI) এই অফারটির লাভ ওঠানো যাবে। আসলে .IN ও .भारत ডোমেইনের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যেই দেশের জাতীয় ইন্টারনেট এক্সচেঞ্জের পক্ষ থেকে এহেন অফার লঞ্চ করা হয়েছে।
ভারতের বিভিন্ন সেক্টরে ডিজিটাইজেশনের গতি বাড়াবে NIXI -র আলোচ্য অফার
উল্লেখ্য, নিক্সির আলোচ্য উদ্যোগের ফলে শিল্পক্ষেত্র, MSME অর্থাৎ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ ব্যবসা, স্টার্টআপ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য সহ অপরাপর সেক্টরে ডিজিটাইজেশনের প্রক্রিয়া গতি পাবে। এর চেয়েও বড় কথা হল, এই অফারের ফায়দা উঠিয়ে ভারতীয় নাগরিকেরা আপন আপন ডিজিটাল আইডেন্টিটি তৈরীর সুবিধা লাভ করবেন এবং তাও অত্যন্ত সাশ্রয়ী মূল্যে।
প্রসঙ্গত একথাও জানিয়ে রাখা জরুরি যে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জের উল্লিখিত অফারটি নেটিজেনদের দেশের ডিজিটাল অর্থনীতিতে সাধ্যানুযায়ী অবদান রাখার সুযোগ করে দেবে। ফলত নেটাগরিকদের ডিজিটাল স্বাধীনতা অর্জনের ক্ষেত্রেও এই অফার বেশ গুরুত্বপূর্ণ হবে বলে আমাদের ধারণা।
এদিকে নিক্সি থেকে ডোমেইন বুক করলে ইউজারেরা নিজ পছন্দের কাস্টোমাইজড ইমেইল আইডি একদম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। ফলে অনলাইনে তাদের উপস্থিতি অনেক বেশি পোক্ত হবে।
অবগতির জন্য জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতে এবং ভারতের বাইরে বসবাসকারী ৩০ লক্ষেরও বেশি মানুষ নিজস্ব ব্যবসার প্রচার-প্রসারের উদ্দেশ্যে .IN এবং .भारत ডোমেইন ব্যবহার করছেন। স্রেফ এটুকুই নয়, এশিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরীয় এলাকায় .IN ডোমেইনের চাহিদা বর্তমানে সর্বব্যাপক।