মাত্র ৫৯৯৯ টাকায় Poco C51 এর এক্সক্লুসিভ Airtel ভ্যারিয়েন্ট লঞ্চ হল, ফোনের সাথে ফ্রি পাবেন ৫০ জিবি ডেটা

Update: 2023-07-14 16:46 GMT

ভারতের বাজারে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করার ক্ষেত্রে পোকো (Poco) একটি অত্যন্ত সুপরিচিত ব্র্যান্ড। এই সেগমেন্টে শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটির লেটেস্ট ডিভাইসগুলির মধ্যে একটি হল Poco C51, যা গত এপ্রিল মাসে এ দেশের বাজারে লঞ্চ হয়েছিল। এটি এমনিতেই একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন। তবে এখন এটিকে আরও বেশি সাশ্রয়ী করতে, পোকো এয়ারটেল (Airtel)-এর সাথে পার্টনারশিপে এর একটি বিশেষ ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। এই এক্সক্লুসিভ সংস্করণটি ৫,৯৯৯ টাকা মূল্যে পাওয়া যাবে।

Poco C51-এর সাথে Airtel এক্সক্লুসিভ অফার

পোকো সি৫১-এর জন্য এই বিশেষ অফার শুধুমাত্র এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। টেলিকম কোম্পানিটির বিদ্যমান ইউজার, নতুন ব্যবহারকারী এবং যারা তাদের বর্তমান নম্বর এয়ারটেলে পোর্ট করেছেন - তারা সবাই এই অফারের আওতাভুক্ত। অফার অনুযায়ী, পোকো সি৫১ ফোনটি মাত্র ৫,৯৯৯ টাকার কার্যকর মূল্যে কেনা যাবে, যার মধ্যে এয়ারটেলের এক্সক্লুসিভ সুবিধা রয়েছে।

প্রথম সুবিধা হল যে, ক্রেতারা পোকো সি৫১-এর বিক্রয় মূল্যে ৭.৫% ছাড় (৭৫০ টাকা পর্যন্ত) পাবেন। সঠিক ডিসকাউন্টের পরিমাণ জানতে ইউজাররা ফোনের এয়ারটেল-লক করা এবং আনলক করা ভ্যারিয়েন্টের দাম তুলনা করতে পারেন। এয়ারটেল সমস্ত ক্রেতাদের জন্য বিনামূল্যে ৫০ জিবি ডেটা অফার করছে। এই অতিরিক্ত ডেটা ১০ জিবি করে মোট পাঁচটি কুপন আকারে পাওয়া যাবে। তবে, এক মাসে শুধুমাত্র একটি কুপন রিডিম করা যাবে এবং একবার দাবি করা হলে, এর বৈধতা ৩০ দিন থাকবে।

যেহেতু, এটি একটি Airtel এক্সক্লুসিভ অফার, তাই Poco C51-এর স্পেশাল ভ্যারিয়েন্টটি ১৮ মাসের জন্য প্রি-লক করা থাকবে। ডিভাইস সেটআপের প্রথম ২৪ ঘন্টার মধ্যে ব্যবহারকারীকে ফোনে একটি Airtel সিম কার্ড ঢোকাতে হবে। সিম কার্ডটিতে কমপক্ষে ১৯৯ টাকার 'Airtel ট্রুলি আনলিমিটেড' প্ল্যান রিচার্জ থাকতে হবে। যদি কোনও ইউজার এই শর্তগুলি পূরণ করেন, তবেই তিনি অপর সিম কার্ড স্লটে একটি নন-এয়ারটেল সিম ব্যবহার করতে পারবেন। ফ্লিপকার্ট (Flipkart)-এ আগামী ১৮ জুলাই থেকে Poco C51-এর এয়ারটেল-লকড ভ্যারিয়েন্টটির বিক্রি শুরু হবে।

Poco C51-এর স্পেসিফিকেশন

এপ্রিলে লঞ্চ হওয়া Poco C51-এ ৬.৫২ ইঞ্চির এইচডি+ (১,৬০০ x ৭২০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর দ্বারা চালিত, যার ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। ফোনটিতে ৪ জিবি র‍্যাম (৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট) এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যায়। Poco C51 অ্যান্ড্রয়েড ১৩ (Go Edition) অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Poco C51-এর রিয়ার প্যানেলে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের এআই (AI) ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco C51-এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এমআইইউআই ডায়লার, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ ৫.০, ২.৪ গিগাহার্টজ ওয়াইফাই, এবং ডাস্ট ও স্প্ল্যাশ প্রুফ ডিজাইন।

Tags:    

Similar News