Driverless Taxi: ভবিষ্যতের দিশা দেখাল বেজিং, চালকবিহীন ক্যাব চালানোর অনুমতি দিল
সময় যেভাবে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, ‘প্রযুক্তি’ও সময়ের সঙ্গ নিয়েছে। সময়ের সমুদ্রে প্রযুক্তির কাঁধে ভর করে ভাসতে না পারলে, বাস্তবেই পিছিয়ে পড়তে হয়। সেই প্রযুক্তিতেই এবার নতুন মাইলফলক স্পর্শ করল দুই চীনা সংস্থা। একটি বাইদু (Baidu) এবং অন্যটি টয়োটা (Toyota)-র অধীনস্থ পোনি.এআই (Poni.ai)। বেজিং প্রশাসনের থেকে একটি নির্দিষ্ট এলাকায় যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য চালকবিহীন ক্যাব পরিষেবার অনুমতি পত্র হাতে পেল তারা। এরকম মোট ১০টি অটোনোমাস গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এমনকি গাড়ির সামনের সারিতে চালকের উপস্থিতি বাধ্যতামূলক নয়।
যদিও পোনি.এআই সাধারণ মানুষের নিরাপত্তায় কোনোরকম ঝুঁকি না নিয়ে গাড়ির সামনের সারিতে একজন সেফটি সুপারভাইজার রাখবে বলে জানিয়েছে। গত বছর নভেম্বরে সংস্থা দু'টি চীনের বাজারে রোবো ট্যাক্সি পরিষেবা লঞ্চ করার জন্য সায় পেয়েছিল সরকারের থেকে। সেগুলি ওই একই অঞ্চলের ক্ষুদ্র পরিসরে চালানোর অনুমতি মিলেছিল।
সেবার অনুমোদন পত্রে বলা হয়েছিল, এই গাড়িতে যাত্রীদের থেকে ভাড়াও নেওয়া যাবে, কিন্তু নিরাপত্তার জন্য স্টিয়ারিংয়ের পিছনে একজন বিশেষজ্ঞের উপস্থিতি আবশ্যক। এবারে বিশেষজ্ঞ রাখার সেই শর্ত খারিজ করে দেওয়া হয়েছে। অন্য দিকে, গুয়াংঝাউয়ে ১০০টি স্বয়ংচালিত গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছে পোনি.এআই। নানশা জেলার দক্ষিণের শহরে এই গাড়িগুলিতে উঠতে পারবে যাত্রীরা। তবে এগুলিতে প্যাসেঞ্জার সেফটির জন্য একজন চালক রাখা হবে।
প্রসঙ্গত, এই সাফল্যের সাথে পোনি.এআই আরও উন্নত প্রযুক্তির রোবো ট্যাক্সি বাজারে নিয়ে আসার দৌড়ে শামিল হয়েছে। গাড়ির তথ্য প্রদানকারী সংস্থা GlobalData অনুমান করছে, ২০২৫-এর মধ্যে বিশ্বের শহরাঞ্চলের রাস্তায় চতুর্থ পর্যায়ের রোবো ট্যাক্সি চলতে দেখা যাবে। যার মধ্যে পোনি.এআই এর পরীক্ষামূলক প্রকল্পটি হল প্রথম পদক্ষেপ। যাতে অংশ নিয়েছে Waymo ও Tesla-র মতো সংস্থাগুলিও।