লঞ্চ হল Portronics-এর বিশেষ Charging Stand, একসাথে 'হাওয়ায়' চার্জ হবে 4টি ভিন্ন ডিভাইস

Update: 2024-06-08 02:40 GMT

Portronics Bella 2 Wireless Charging Stand Launched: এখনকার সময়ে স্মার্টফোনের পাশাপাশি স্মার্টওয়াচ এবং ইয়ারবাডের মতো অ্যাক্সেসরিজগুলিও আমাদের অনেকেরই রোজনামচার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রতিমুহূর্তে এগুলি এত বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে যে, আলাদা আলাদাভাবে চার্জ দিতে গিয়ে বাড়ছে জটিলতা। কেননা প্রতিটি ডিভাইস বা আনুষঙ্গিকের ভিন্ন ভিন্ন চার্জার, আর একসাথে একই জায়গায় সেগুলিকে প্লাগ ইন করাও যায়না। তবে এবার আর এই ঝামেলা থাকছেনা – এখন থেকে প্রয়োজনের গ্যাজেটগুলি চার্জ দিতে আলাদা চার্জার রাখতে হবেনা, কারণ ভারতীয় আনুষঙ্গিক নির্মাতা Portronics আজ নতুন Portronics Bella 2 Wireless Charging Stand লঞ্চ করল।

সুবিধা বলতে, আপনার কাছে যদি একের বেশি ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড্ ডিভাইস থাকে তাহলে এই নতুন প্রোডাক্টটি চার্জিং সলিউশন হিসেবে একটি নিখুঁত বিকল্প হতে পারে। এটি, ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে একই সাথে তিনটি ডিভাইস চার্জ করতে পারে। আবার এর সাথে আছে একটি ইউএসবি পোর্টও, যার ফলে অন্য ডিভাইসও চার্জ করা যাবে – অর্থাৎ এটি একবারে মোট চারটি ডিভাইস চার্জ করতে সক্ষম। চলুন, এখন Portronics Bella 2 Wireless Charging Stand-এর দাম, লভ্যতা ও ফিচার সম্পর্কে জেনে নিই…

Portronics Bella 2 Wireless Charging Stand-এর ফিচার

সংস্থার ঘোষণা অনুযায়ী, নতুন পোর্ট্রোনিক্স বেলা ২ অল-ইন-ওয়ান ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডটি ১৫ ওয়াটের ক্যাপাসিটির সাথে আসে এবং এতে একসাথে একাধিক ডিভাইস চার্জ করার জন্য তিনটি ডেডিকেটেড ইন্ডাকশন ওয়্যারলেস চার্জিং প্যাড রয়েছে। এই প্যাডগুলির কারণে বিভিন্ন চার্জিং এরিয়া থেকে স্মার্টফোন, স্মার্টওয়াচ ও ইয়ারবাড চার্জ করা যাবে। এদিকে, স্ট্যান্ডটি Qi-এনাবেলড্ ডিভাইসের পাশাপাশি অ্যাপল (Apple)-এর ম্যাগসেফ (MagSafe)-সাপোর্টেড্ প্রোডাক্টকেও সহজে চার্জ করে দেয়।

আবার যেমনটা শুরুতেই বলেছি, স্ট্যান্ডের গোড়ায় একটি স্ট্যান্ডার্ড ৫ ওয়াট ইউএসবি পোর্টও রয়েছে, যার সাহায্যে কেবল দিয়েও যেকোনো ডিভাইস চার্জ করা যাবে। এছাড়াও বেলা ২-তে চারটি ব্রাইটনেস লেভেলও অ্যাক্সেস করা যাবে। এর সাথে রয়েছে কনফিগারেবল ডিজিটাল অ্যালার্ম ক্লকও।

Portronics Bella 2 Wireless Charging Stand-এর দাম, লভ্যতা

পোর্ট্রোনিক্স বেলা ২ ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডটি বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে মাত্র ২,৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কেনার জন্য উপলব্ধ। তবে আগ্রহীরা এটি অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart) বা অন্যান্য শীর্ষস্থানীয় অনলাইন এবং অফলাইন স্টোরগুলি থেকেও পেয়ে যাবেন।

Tags:    

Similar News