ReadyAssist: একই ছাদের তলায় বৈদ্যুতিক গাড়ির সার্ভিসিং, ব্যাটারি সোয়াপিং, এবং চার্জ করার সুবিধা দেবে এই সংস্থা

By :  SHUVRO
Update: 2022-01-24 12:47 GMT

বিদ্যুৎচালিত যানবাহন ব্যবহারকারীদের একই ছাদের তলায় তিন ধরনের পরিষেবা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে অটোটেক স্টার্টআপ রেডিঅ্যাসিস্ট (ReadyAssist)৷ ভারতের দশটি গুরুত্বপূর্ণ শহরের দু'শো প্রাইম লোকেশনে গ্রিড (GRID) নামে ফিজিটাল (Phygitial) স্টোর খোলার ভাবনা নিয়েছে রেডিঅ্যাসিস্ট৷ এতে ফিজিক্যাল স্টোরের সমস্ত সুযোগ-সুবিধার সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধন থাকবে৷ যে কারণে গ্রিড-কে ফিজিটাল ( ফিজি ক্যালের ফিজি ও ডিজি টাল থেকে টাল শব্দ নিয়ে) স্টোর হিসেবে উল্লেখ করেছে তারা৷

রেডিঅ্যাসিস্ট-এর গ্রিড নামক ওই ফিজিটাল স্টোরগুলোতে ইলেকট্রিক গাড়ির সার্ভিসিং, ব্যাটারি সোয়াপিং (চার্জ কমে যাওয়া ব্যাটারির সঙ্গে ফুল-চার্জড ব্যাটারির এক্সচেঞ্জ), এবং দু'চাকা ও চার চাকার বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ দেওয়ার সুব্যবস্থা থাকবে৷ আবার গ্রিড এই ধরনের যানবাহন প্রস্তুতকারী বিভিন্ন সংস্থার গ্রাহক অভিজ্ঞতা কেন্দ্র হিসাবেও কাজ করবে বলে একটি বিবৃতিতে জানিয়েছে রেডিঅ্যাসিস্ট৷

গ্রিড স্টোর চালু করতে আগামী এক বছর ধরে ৮ মিলিয়ন ডলার (প্রায় ৫৯.৭০ কোটি টাকা) লগ্নি করবে রেডিঅ্যাসিস্ট৷ স্টার্টআপ সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সিইও বিমল সিং (Vimal Singh) বলেন, তাদের উদ্যোগ ভারতে ইভি (ইলেকট্রিক ভেহিকেলস্) পরিকাঠামোর উন্নয়নকে ত্বরান্বিত করবে৷ গ্রিড স্টোর সংস্থার বর্তমান কারিগরদেরও নিযুক্ত করবে৷ বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের জরুরি প্রয়োজনে রোড-সাইড অ্যাসিস্ট্যান্স দিতে তারা আলাদা ভাবে প্রশিক্ষণ পাবে৷

উল্লেখ্য, বর্তমানে দেশের গাড়ি বাজার বিশ্বের পঞ্চম বৃহত্তম৷ বিশেষজ্ঞদের অনুমান, ২০২৬ সালের মধ্যে এই ক্ষেত্রে ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম হয়ে উঠবে৷ ভারতে এই মুহূর্তে ১০ লক্ষের আশেপাশে বিদ্যুৎচালিত গাড়ি রয়েছে৷ এবং ২০২৬ সালের মধ্যে দেশের বৈদ্যুতিক যানবাহনের বাজারে ৩৬% সিএজিআর বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০৩০-এর মধ্যে এই ধরনের গাড়ির উৎপাদন ও চার্জ দেওয়ার পরিকাঠামো উন্নয়নে ১৮০ বিলিয়ন ডলার লগ্নির প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেছে ভারত তথা এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক CEEW৷

Tags:    

Similar News