বাজার কাঁপাতে আজ আসছে Redmi K50, Redmi K50 Pro ও Redmi K50 Pro+

Update: 2022-03-17 06:11 GMT

আজ (১৭ মার্চ) চীনা স্মার্টফোন ব্র্যান্ড রেডমি তাদের দেশীয় বাজারে লঞ্চ করতে চলেছে বহু প্রতীক্ষিত Redmi K50 স্মার্টফোন সিরিজের ডিভাইসগুলি। এই সিরিজের অধীনে Redmi K50, K50 Pro এবং K50 Pro+ - এই তিন মডেল বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। উল্লেখযোগ্যভাবে, রেডমি ইতিমধ্যেই এই লাইনআপের প্রথম মডেল হিসেবে Redmi K50 Gaming Edition ফোনটি চীনের বাজারে লঞ্চ করেছে, আর আজ বাকি তিনটি মডেল এই লাইনআপের অংশ হিসেবে এর সাথে যুক্ত হতে চলেছে। সংস্থাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নতুন রেডমি ফোনগুলির একাধিক প্রোমোশনাল টিজার প্রকাশ করছে। আর এই টিজারগুলি নিশ্চিত করেছে অন্তত কয়েকটি মডেলে MediaTek Dimensity 8100 চিপসেট এবং ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে। প্রসঙ্গত, গত বছর পূর্বসূরি Redmi K40 সিরিজে Snapdragon চিপসেট ব্যবহার করা হয়েছিল এবং এই ফোনগুলিই পরে ভারতে Mi 11X এবং Mi 11X Pro নামে উন্মোচিত হয়।

Redmi K50- এর লঞ্চ ইভেন্ট

চীনে রেডমি কে৫০ সিরিজের লঞ্চ ইভেন্টের লাইভস্ট্রিমিং শুরু হবে সন্ধ্যা ৭ টায় (ভারতীয় সময়ে বিকেল ৪:৩০)। এই অনলাইন ইভেন্টের সময় সমস্ত নতুন তিনটি রেডমি ফোনই লঞ্চ করা হবে। রেডমি কে৫০ সিরিজের লাইভ স্ট্রিমিংটি শাওমির ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। আর শাওমির-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতেও লঞ্চ সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়া যাবে।

রেডমি কে৫০ সিরিজের স্পেসিফিকেশন (Redmi K50 Series Spesifications)

আপকামিং রেডমি কে৫০ সিরিজটির কয়েকটি স্পেসিফিকেশন ইতিমধ্যেই সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে এবং আরও বেশ কিছু বৈশিষ্ট্য বিভিন্ন সূত্র মারফৎ সামনে এসেছে। এই লাইনআপটি ২কে অ্যামোলেড (AMOLED) প্যানেল সহ আসবে বলে আশা করা হচ্ছে, যা পূর্বসূরি কে৪০ সিরিজে ব্যবহৃত ফুল এইচডি ডিসপ্লেগুলির তুলনায় আরও ভাল রঙ, হাই রিফ্রেশ রেট এবং উন্নত দেখার অভিজ্ঞতা প্রদান করবে। তবে অ্যামোলেড প্যানেল শুধুমাত্র প্রো মডেলগুলিতেই দেওয়া হতে পারে। রেডমি আরও প্রকাশ করেছে যে এই স্মার্টফোনগুলিতে ব্লুটুথ ৫.২, ওয়াই-ফাই ৬ এবং ডলবি অ্যাটমস ও হাই-রেস অডিও সাপোর্ট সহ স্টেরিও স্পিকার উপস্থিত থাকবে।

Redmi K50 সিরিজের 'Pro' ভ্যারিয়েন্টগুলির মধ্যে অন্তত একটি মডেল মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। প্রো মডেলগুলিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরাও থাকবে। এছাড়াও জানা গেছে, Redmi K50 বেস মডেলে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকবে, তবে হাই-এন্ড Redmi K50 Pro+ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট সহ আসবে। এই সিরিজের আসন্ন ডিভাইসগুলি ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং গোল্ড - এই চার কালার অপশনে চীনের বাজারে উপলব্ধ হবে।

উল্লেখ্য, Redmi K50, Redmi K50 Pro এবং Redmi K50 Pro+-এর অফিসিয়াল দাম লঞ্চ ইভেন্টের সময় ঘোষণা করা হবে। মনে করা হচ্ছে, এই মডেলগুলির দাম Xiaomi 12 সিরিজের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির তুলনায় কম রাখা হবে।

Tags:    

Similar News