আমেরিকার কোম্পানি Tesla-র কারখানায় থাকবে Reliance Jio-র প্রাইভেট 5G নেটওয়ার্ক

By :  techgup
Update: 2023-05-24 08:32 GMT

ভারত সরকারের কাছ থেকে মার্কিন সংস্থা টেসলা (Tesla) সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই Reliance Jio-র সাথে একটি প্রাথমিক পর্যায়ের বৈঠক সেরে ফেললো। যেখানে Tesla তাদের গাড়ির কারখানার জন্য একটি ক্যাপটিভ প্রাইভেট 5G নেটওয়ার্ক তৈরি করার কথা আলোচনা করেছে রিলায়েন্স জিওর সাথে।

একটি বড় কারখানার ব্যক্তিগত ইন্টারনেট পরিষেবা থাকলে প্ল্যান্টের চারপাশের প্রয়োজনীয় ক্রিয়াপালাপ পরিচালনা করা সহজ হয়ে যায়। কারণ এই ক্যাপটিভ প্রাইভেট নেটওয়ার্ক সেটআপ সংস্থাকে অধিক উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট প্রদান করে। আর সংস্থাগুলি যদি সাধারণ ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে তাহলে তারা সেই পরিমাণ উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পায় না।

রিপোর্ট অনুযায়ী, Reliance Jio অটোমোবাইল, স্বাস্থ্যসেবা, মেনুফ্যাকচারিং এবং অন্যান্য বিভিন্ন শিল্প সংস্থাগুলির সাথে যোগাযোগ করছে। পাশাপাশি তাদের ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি এবং পরিচালনা করার প্রস্তাবও দিচ্ছে। উল্লেখ্য, এই ব্যক্তিগত 5G ইন্টারনেট পরিষেবা পরবর্তীকালে প্রযুক্তিগত অগ্রগতিতে সাহায্য করবে, ইন্ডাস্ট্রি ৪.০, এই নতুন প্রযুক্তির মাধ্যমে শিল্পগুলি আরো উপকৃত হবে। আর কোম্পানিগুলি তাদের পণ্য তৈরি করতে, উন্নত করতে এবং পণ্যগুলিকে বাজারজাত করার পদ্ধতিতে আরো বিপ্লব ঘটাতে পারবে বলে মনে করছে।

প্রসঙ্গত, জিওই প্রথম টেলিকম কোম্পানি নয়, যারা এই ধরনের কোম্পানিগুলোর সঙ্গে ৫জি নেটওয়ার্ক সেটআপ করার সুযোগ খুঁজছে। গত বছর Airtel ২০২২ মাহিন্দ্রা এবং মাহিন্দ্রার চাকান ফেসিলিটিতে 5G সেটআপ করার জন্য হাত মিলিয়েছিল। আর এরপর মাহিন্দ্রা চাকান ফেসিলিটি ভারতের প্রথম 5G-সম্পন্ন অটো ইউনিট হয়ে উঠেছে। আবার এখন, জিও, টেসলার এই অংশীদারিত্ব দেখে অন্যান্য টেলকো এবং সংস্থাগুলিও নিজেদের আরো উন্নত করার জন্য ব্যক্তিগত নেটওয়ার্ক স্থাপনের প্রতিযোগিতা শুরু করে দেবে তা নিশ্চিত।

তবে একটি লক্ষণীয় বিষয় হলো, বেসরকারি নেটওয়ার্ক স্থাপনের জন্য কোম্পানিগুলো বড় টেলিকম কোম্পানির উপর আর নির্ভরশীল হয়ে থাকতে চাইছে না। কারণ সরকার কোম্পানিগুলিকে স্পেকট্রাম কিনে নিজস্ব নেটওয়ার্ক তৈরীর মাধ্যমে Wi-Fi এবং ডেটা নেটওয়ার্ক স্থাপনের অনুমতি দেয়।

জানিয়ে রাখি, টেসলার কর্মকর্তারা সম্প্রতি ভারতীয় কর্মকর্তাদের সাথে তাদের কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ভারত সফর করেছেন। টেসলার কর্মকর্তারা ভারতীয় কর্মকর্তাদের সাথে গাড়ি এবং ব্যাটারি উৎপাদনের জন্য বিভিন্ন আলোচনাও করেছে। তবে কবে আর কোথায় টেসলার নতুন কারখানা গড়ে উঠবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Tags:    

Similar News