Royal Enfield এর নতুন বাইকের কাছে বড় ব্যবধানে হেরে ভুঁত Honda-র 350cc মডেল
গত আগস্ট মাসে Royal Enfield তাদের সবচেয়ে সস্তা বাইক Hunter 350 লঞ্চ করেছে ভারত সহ আন্তর্জাতিক বাজারে। এত কম দামে ৩৫০ সিসি সেগমেন্টে রেট্র ঘরানার বাইক লঞ্চ করে বাস্তবিক ক্ষেত্রে সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তারা। যদিও নিন্দুকরা তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই বাইকটির মান নিয়ে প্রশ্ন তুললেও নিজ ক্ষমতায় Hunter শত সমালোচনাকে পরাজিত করতে সক্ষম হয়েছে।
জন্ম মাসেই অর্থাৎ চলতি বছরের আগস্টে মোট ১৮,১৯৭ ইউনিট হান্টার বিক্রি করতে পেরেছে রয়্যাল এনফিল্ড। বিক্রি পরিসংখ্যানে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত সংস্থার আইকনিক মোটরসাইকেল Classic 350। আগস্ট মাসে মোট ১৮,৯৯৩ জন গ্রাহকের হাতে পৌঁছে গিয়েছে ক্লাসিকের এর চাবি। বিক্রির পরিসংখ্যানে একদম সমানে সমানে রয়েছে এই দুটি বাইক।
যদিও সেপ্টেম্বরের হিসাবে খানিকটা পিছিয়ে পড়েছে হান্টার। গত মাসে ক্লাসিক ৩৫০ এর ২৫,৫৭১ ইউনিট বিক্রি হলেও হান্টারের ক্ষেত্রে এই সংখ্যাটি ১৭,১১৮। তবে আশ্চর্যজনকভাবে হান্টার ৩৫০ এর থেকে বহুগুণ পিছিয়ে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাপানি সংস্থা হোন্ডার (Honda) রেট্রো বাইক CB350। গত সেপ্টেম্বর ও আগস্টে হোন্ডার এই বাইকটির বিক্রি হয়েছে যথাক্রমে ৩,৯৮০ ও ৩,৭১৪ ইউনিট।
যদিও এতটা ফারাকের পিছনে রয়েছে মূলত দুটি কারণ। এর প্রথমটি হল দামের পার্থক্য। বর্তমানে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর দাম শুরু হয়েছে ১.৪৯ লাখ টাকা থেকে। অন্যদিকে Honda CB350 DLX সংস্করণটির এক্স শোরুম মূল্য ২ লাখ টাকা। এছাড়াও দ্বিতীয় কারণটি হল এই মুহূর্তে সারাদেশে হাতে গোনা হোন্ডার কয়েকটি বিগ উইং (BigWing) শোরুম থেকে মেলে তাদের এই প্রিমিয়াম বাইকটি। সে তুলনায় রয়্যাল এনফিল্ডের শোরুম এবং সার্ভিস নেটওয়ার্ক অনেকটাই বড়।