Samsung Galaxy Book 2 Pro, Galaxy Book 2 Pro 360 ল্যাপটপ ভারতে আসছে, কবে লঞ্চ হবে জেনে নিন

By :  SUPARNA
Update: 2022-03-15 05:03 GMT

গত মাসে 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' (MWC 2022) ট্রেড শো চলাকালীন টেক ব্র্যান্ড Samsung, Galaxy Book 2 Pro এবং Galaxy Book 2 Pro 360 নামের দুটি নয়া ল্যাপটপের উপর থেকে পর্দা সরায়। আর এখন সংস্থাটি তাদের এই দুটি লেটেস্ট ল্যাপটপকে ভারতে লঞ্চ করার তারিখ ঘোষণা করলো। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নবাগত দুটি ল্যাপটপকে আগামী ১৭ই মার্চ ভারতীয় ক্রেতাদের জন্য উপলব্ধ করা হবে। তবে লঞ্চের আগেই এদেশে ল্যাপটপ-দ্বয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে। আগ্রহীরা, Book 2 Pro সিরিজের ল্যাপটপগুলির আগাম বুকিং করতে পারবেন। প্রসঙ্গত, উল্লেখিত সিরিজের পাশাপাশি Galaxy Book 2 Business ও Galaxy Book 2 machines নামের আরো দুটি ল্যাপটপকে MWC 2022 -তে উন্মোচন করেছিল Samsung। যা গত সপ্তাহে ই-কমার্স সাইট অ্যামাজনের (Amazon) মাধ্যমে টিজ করা হয়েছিল। ফলত অনুমান করা হচ্ছে 'Book 2' সিরিজও হয়তো খুব শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে। যাইহোক, চলুন এবার Samsung Galaxy Book 2 Pro এবং Galaxy Book 2 Pro 360 ল্যাপটপ দুটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Book 2 Pro, Galaxy Book 2 Pro 360 ভারতে লঞ্চের বিবরণ

স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নবাগত স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো এবং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০ ল্যাপটপকে আগামী ১৭ই মার্চ সন্ধ্যা ৬ টা থেকে অনুষ্ঠিত একটি ইভেন্টে লঞ্চ করা হবে। আর, এই একই দিন থেকেই ল্যাপটপ-দ্বয়কে প্রথমবার সেলে বিক্রি করা হবে। তবে জানিয়ে রাখি, এই ইভেন্টটি লাইভ হওয়ার আগেই ল্যাপটপগুলিকে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ করে দেওয়া হয়েছে। আগ্রহীরা, মাত্র ১,৯৯৯ টাকা খরচ করে তাদের পছন্দের মডেলকে প্রথম সেলের আগেই প্রি-রিজার্ভ করতে পারবেন। এক্ষেত্রে, প্রি-রিজার্ভ উইন্ডো লঞ্চের ঠিক আগের দিন অর্থাৎ ১৬ই মার্চ রাত ১১.৫৯টা পর্যন্ত লাইভ থাকবে।

Samsung Galaxy Book 2 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো ল্যাপটপ, ১৩.৩ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,৯২০x১,০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে। স্টোরেজ হিসাবে এতে, ৩২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত NVMe SSD পাওয়া যাবে। আবার ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে লেটেস্ট ইন্টেল কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ল্যাপটপটি, ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকারের সাথে আসতে পারে। কানেক্টিভিটির জন্য এই মডেলের দুটি প্রসেসর ভ্যারিয়েন্টেই থাকবে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ভি৫.১। আর, Samsung Galaxy Book 2 Pro ল্যাপটপের পোর্ট অপশনের মধ্যে, থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ইউএসবি ৩.২ টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোএসডি কার্ড রিডার স্লট অন্তর্ভুক্ত থাকবে বলে ইঙ্গিত দিয়েছে স্যামসাং।

Samsung Galaxy Book 2 Pro 360 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০ ল্যাপটপকেও দুটি ডিসপ্লে ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এতে, ১৩.৩ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,৯২০x১,০৮০ পিক্সেল) সুপার AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে দেখা যাবে। উভয় ভ্যারিয়েন্টই এস-পেন (S Pen) সাপোর্ট অফার করবে। উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য ল্যাপটপটি সম্ভবত ইন্টেল কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসরের সাথে উপলব্ধ হবে। এতে, ৩২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত NVMe SSD স্টোরেজ থাকতে পারে। এছাড়া, অডিও সিস্টেমের ক্ষেত্রে, এই ল্যাপটপেও ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার থাকবে। এই ল্যাপটপটির কানেক্টিভিটি ও পোর্ট অপশন পূর্ববর্তী Samsung Galaxy Book 2 Pro -এর অনুরূপ।

Tags:    

Similar News