Samsung ক'সপ্তাহ আগেই আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের Galaxy S21 সিরিজের তিন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্যারিয়ার লকড ভার্সনে স্টেবেল Android 13 আপডেট রোলআউট করেছিল। এবার অন্যান্য গ্রাহকদের চিন্তা দূর করে আনলকড মডেলেও অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ সংস্করণ রিলিজ করতে শুরু করল দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি।
তবে One UI এর লেটেস্ট ভার্সন হলেও ফোনটি পুরনো সিকিউরিটি প্যাচ পেয়েছে। নতুন সফটওয়্যার আপডেটটি গত বছর জানুয়ারিতে লঞ্চ হওয়া S21, S21+, S21 Ultra মডেলে G99xU1UE5DVK3 ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে Android 13 নির্ভর One UI 5.0 কাস্টম ইন্টারফেস আসতে শুরু করেছে। তবে নভেম্বরের বদলে অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচ অর্ন্তভুক্ত করা হয়েছে আপডেটে।
প্রসঙ্গত, Google গত আগস্টে তাদের Pixel হ্যান্ডসেটে সর্বপ্রথম Android 13 রোলআউট করেছিল। তারপর থেকে বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইলের অপারেটিং সিস্টেম ওই সফটওয়্যারে আপগ্রেড করা চলছে। প্রিমিয়াম ফোন হওয়ার কারণে S21, S21+, S21 Ultra ফোনে অ্যান্ড্রয়েডের ত্রয়োদশ ভার্সন রিলিজ শুধু সময়ের অপেক্ষা ছিল।