Stuffcool লঞ্চ করল মেড ইন ইন্ডিয়া পাওয়ার ব্যাঙ্ক, তার না গুজেই চার্জ হবে আপনার স্মার্টফোন
ভারতে আত্মপ্রকাশ করল Stuffcool সংস্থার নতুন পাওয়ার ব্যাঙ্ক, যার নাম PB9036W 15W । প্রসঙ্গত, সংস্থার এটি প্রথম পাওয়ার ব্যাঙ্ক। তারের পাশাপাশি তারবিহীন অর্থাৎ ওয়্যারলেস প্রযুক্তির সাহায্যেও স্মার্টফোনকে চার্জ দিতে পারবে পাওয়ারব্যাঙ্কটি৷ এছাড়া এতে রয়েছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন দেখে নেওয়া যাক নতুন Stuffcool PB9036W 15W পাওয়ার ব্যাঙ্কের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Stuffcool PB9036W 15W পাওয়ার ব্যাঙ্কের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Stuffcool PB9036W 15W পাওয়ার ব্যাঙ্কের দাম ধার্য করা হয়েছে ২,৯৯০ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন ৬ মাসের ওয়্যারেন্টি। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও দেশের জনপ্রিয় অফলাইন এবং অনলাইন স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই পাওয়ার ব্যাঙ্ক।
Stuffcool PB9036W 15W পাওয়ার ব্যাঙ্কের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Stuffcool PB9036W 15W পাওয়ার ব্যাঙ্কটি স্লিম এবং কম্প্যাক্ট ডিজাইনের সাথে এসেছে। হালকা ওজনের এই ডিভাইসটি সহজেই বয়ে নিয়ে যাওয়া যাবে। এই পাওয়ার ব্যাঙ্কে রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর, যার মাধ্যমে ডিভাইসটিতে কতটা চার্জ রয়েছে তা জানা যাবে। শুধু তাই নয়, স্টাফকুলের নতুন পাওয়ার ব্যাঙ্ক বিআইএস সার্টিফিকেট প্রাপ্ত এবং পাঁচ লেয়ার ইন্টেলিজেন্স সেফটি সিস্টেমের সাথে এসেছে।
অন্যদিকে, পাওয়ার সাপ্লাইয়ের জন্য এতে দেওয়া হয়েছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট। Stuffcool PB9036W 15W পাওয়ার ব্যাঙ্কের কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে তিনটি পোর্ট। এর মধ্যে টাইপ সি কানেক্টর ২০ ওয়াট পিডি পাওয়ারের সাথে ২২ ওয়াট পিপিএস পাওয়ার সরবরাহ করতে সক্ষম। আবার এর টাইপ এ কানেক্টর ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সর্বোপরি এতে রয়েছে একটি মাইক্রো ইনপুট পোর্ট, যা ১৮ ওয়াট চার্জিং অফার করতে সক্ষম।