নতুন ল্যাপটপ কিনবেন? Asus-এর এই 5টি মডেল হতে পারে বেস্ট অপশন, এখন অফারেও মিলছে
Best Asus Laptops: প্রসঙ্গ যখন ল্যাপটপ কেনার, তখন অধিকাংশেরই ভরসার নাম Asus। কেননা, তাইওয়ান ভিত্তিক এই ব্র্যান্ড ইউজারকারীদের চাহিদার কথা মাথায় রেখে গেমিং থেকে শুরু করে অফিসের কাজসহ সমস্ত ধরণের প্রয়োজন মেটানো যায়, এমন ধরণের ডিভাইস বাজারে আনে। Asus-এর ল্যাপটপগুলি একাধারে স্টাইলিশ ডিজাইন বহন করে, আবার এগুলি বেশ টেকসইও – এইসব পার্সোনাল কম্পিউটারে শক্তিশালী গ্রাফিক্স, বিশাল স্টোরেজ, র্যাম, দীর্ঘ ব্যাটারি লাইফ, ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে এবং উন্নত কানেক্টিভিটি অপশনের মতো জবরদস্ত্ হার্ডওয়্যারও মেলে। সেক্ষেত্রে আপনি যদি বর্তমানে Asus-এর একটি ল্যাপটপ কেনার কথা ভাবেন, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে রইল সেরা পাঁচটি বিকল্পের হদিশ।
আমাদের আজকের বলা ল্যাপটপগুলি বিভিন্ন প্রাইস ট্যাগের সাথে আসে এবং এগুলিতে সহজেই মাল্টিটাস্কিং করা যায়। আপনি আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী যেকোনো একটি ল্যাপটপ লিস্ট থেকে বেছে নিতে পারেন। এগুলি সবই অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-য় অফারে উপলব্ধ।
যেকোনো কাজে সেরা এই পাঁচটি Asus ল্যাপটপ
১. ASUS Vivobook 14 Thin and Light Laptop: এই ল্যাপটপের আসল দাম ৫৬,৯৯০ টাকা, তবে অ্যামাজন ইন্ডিয়ায় এটি ৩৭,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
হালকা এবং পাতলা এই ল্যাপটপে ১৪ ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লে, ১২তম প্রজন্মের ইন্টেল কোর (Intel core) i3-1215U প্রসেসর, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি (SSD) স্টোরেজের মতো স্পেসিফিকেশন আছে। অন্যদিকে এতে উইন্ডোজ ১১ হোম এবং অফিস ২০২১ প্রি-ইনস্টলড্ অবস্থায় মেলে। সাথে রয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডসহ ফিঙ্গারপ্রিন্ট রিডারও। এর ডিজাইন বেশ স্টাইলিশ।
২. ASUS VivoBook 15 (2021) Thin and Light Laptop: ৭৪,৯৯০ টাকা মূল্যের এই ল্যাপটপটি এখন অ্যামাজন থেকে ৫০,৯৯০ টাকায় কিনতে পারবেন।
এতে ১৬ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল কোর i5-12450H প্রসেসর, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি মেমরি, প্রি-ইনস্টলড্ উইন্ডোজ ১১ হোম এবং অফিস ২০২১ বর্তমান। এটি খুব হালকা ওজনের ল্যাপটপ, যা সব ধরনের কাজের পাশাপাশি গেমিংয়ের জন্যও সেরা। আর এর ব্যাটারিও বেশ শক্তিশালী।
৩. ASUS Vivobook 15, Intel Core i7-12650H 12th Gen: এটি ৬১,৯৯০ টাকায় পেয়ে যাবেন, যদিও এর আসল দাম ৮০,৯৯০ টাকা।
এই ল্যাপটপটি কলেজের পড়াশোনা এবং অফিসের কাজের জন্য উপযুক্ত। এতে ১৫.৬ ইঞ্চি বড় স্ক্রিন, ইন্টেল কোর গ্রাফিক্স, ৮ জিবি র্যাম, ৫০০ জিবি ইন্টারনাল স্টোরেজ, প্রি-লোডেড উইন্ডোজ ১১ হোম, প্রি-ইনস্টলড্ অফিস হোম এবং স্টুডেন্ট ২০২১-এর মতো ফিচার বর্তমান।
এটি দেখতে বেশ স্টাইলিশ এবং এর ডিজাইন বেশ পাতলা ও হালকা ওজনের।
৪. ASUS TUF Gaming F17 (2022) Gaming Laptop: অ্যামাজন এই ১,০৫,৯৯০ টাকা এমআরপি (MRP)-র ল্যাপটপটি ৭১,৯৯০ টাকায় কিনতে দিচ্ছে।
এটি একটি চিত্তাকর্ষক গেমিং ল্যাপটপ যা ১৭.৩ ইঞ্চির বড় ডিসপ্লে, এইচডি অডিও কোয়ালিটির ব্যাকলিট কীবোর্ড, কোর i5 প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ অফার করে। এই ল্যাপটপে আপনি সহজেই প্রতিটি গেম খেলতে পারবেন।
৫. ASUS ROG Strix G16 (2023): এর দাম ১,৪৩,৯৯০ টাকা, তবে আপনি এটি ১,২৫,৯৯০ টাকায় কিনতে পারবেন।
এটিও গেমিং ল্যাপটপ যাতে বড় ১৬ ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লে, ইন্টেল কোর i7-13650HX প্রসেসর, ৯০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ, ১৬ জিবি র্যাম এবং ১ টিবি এসএসডি স্টোরেজ রয়েছে।সাথে প্রি-ইনস্টলড্ আছে উইন্ডোজ ১১ এবং অফিস ২০২১।