মাইলেজ 25 কিমি, লঞ্চের আগেই ফাঁস Toyota Glanza CNG গাড়ির যাবতীয় তথ্য
টয়োটা কির্লোস্কার মোটরস (Toyota Kirloskar Motors) তাদের প্রিমিয়াম হ্যাচব্যাক Glanza-র সিএনজি (CNG) ভার্সন ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে পা রাখতে চলেছে গাড়িটি। তবে লঞ্চের আগেই Toyota Glanza CNG-র বিস্তারিত স্পেসিফিকেশন ও ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্য ফাঁস হল অনলাইনে। সেই নথিতে দেখা গিয়েছে গাড়িটি মোট তিনটি ভ্যারিয়েন্টে হাজির হবে – S, G ও V। প্রতিটি মডেলে একটি ১.২ লিটার ৪-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে, যার সাথে যুক্ত একটি ফ্যাক্টরি-ফিটেড সিএনজি কিট। ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স যুক্ত ইঞ্জিনটি থেকে ৬,০০০ আরপিএম গতিতে ৭৬ বিএইচপি শক্তি পাওয়া যাবে।
আসন্ন Toyota Glanza CNG-র আকার আকৃতিতে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতোই গাড়িটির দৈর্ঘ্য ৩৯৯০ মিমি, প্রস্থ ১৭৪৫ মিমি এবং উচ্চতা ১৫০০ মিমি থাকছে। তিনটি ভেরিয়েন্টের গ্রস ভেহিকেল ওয়েট বা ওজন ১৪৫০ কেজি। যদিও এবারের নথিতে গাড়িটির মাইলেজ সম্পর্কে কোনো তথ্যের উল্লেখ নেই, তবে শোনা যাচ্ছে, এটি প্রতি কেজি সিএনজিতে ২৫ কিমি পথ ছুটতে পারবে।
পেট্রোল চালিত মডেলটির সকল ফিচার Glanza CNG-তেও থাকবে। যেমন, ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওভার দ্য এয়ার অডিও আপডেট, আর্কামিস অডিও সিস্টেম, একটি ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরা, অটো ফোল্ড উইঙ্গ মিরর, অটো ডিমিং ইন্টেরিয়ার রিয়ার ভিউ মিরর, লেদার মোড়ানো স্টিয়ারিং, ক্রুজ কন্ট্রোল, ইউভি প্রোটেক্ট গ্লাস, এলইডি ডিআরএল এবং এলইডি ফগল্যাম্প।
এদিকে, ২৮ সেপ্টেম্বর দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন চালিত গাড়ি হিসাবে Toyota Camry প্রকাশ্যে আসতে চলেছে। ক'দিন আগেই এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। Toyota Camry ফ্লেক্স-ফুয়েল ভার্সনের ফিচার্স ও স্পেসিফিকেশন এখনও রহস্যাবৃত রয়েছে। অবগতির জন্য জানিয়ে রাখি, ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন হলো এমন বিশেষ ধরনের পাওয়ারট্রেন যা, পেট্রোল এবং ইথানল অথবা মিথানলের সংমিশ্রণে চলতে সক্ষম। এটি আবার ১০০% পেট্রোল অথবা ইথানলেও চলে।