উঠে যাবে স্পোকযুক্ত চাকা, আসবে সেমি ফেয়ারিং, Royal Enfield এর 650cc বাইক নতুন ফিচার-সহ লঞ্চ হবে

By :  techgup
Update: 2022-10-20 08:16 GMT

নতুন বছর থেকেই যেন এক আলাদা ছন্দে হাজির দেশের আইকনিক রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। নতুন ৬৫০ সিসির জোড়া বাইকের পাশাপাশি নতুন প্রজন্মের বুলেট লঞ্চ করা নিয়ে তাদের ব্যস্ততা তুঙ্গে। এদিকে সংস্থার অন্যতম জনপ্রিয় দুই পারফরম্যান্স বেসড মডেল হল Continental GT 650 ও Interceptor 650। ২০১৭ সালে আত্মপ্রকাশের পর থেকেই ভারত ও বিদেশে যথেষ্ট সাড়া ফেলেছে মডেল দুটি। এমনকি প্রত্যেক মাসে বিক্রিতেও যথেষ্ট প্রগতির ছাপ স্পষ্ট। বরাবরই ধরে রেখেছে বেস্ট সেলিং প্রিমিয়াম মোটরসাইকেলের তালিকায় শীর্ষস্থান।

এই উন্নতির ধারা অব্যাহত রাখতে একটি নতুন ক্রুজার, স্ক্র্যাম্বলার ও ৬৫০ সিসির প্লাটফর্মের উপর আলাদা দুটি ক্লাসিক থিমের বাইক আনার পরিকল্পনায় রয়েছে রয়্যাল এনফিল্ড। এছাড়াও আগামী মাসে ইতালির মিলান শহরে অনুষ্ঠিত হতে চলা মোটরবাইক শো EICMA তে Super Meteor 650 SG650 কনসেপ্টের প্রোডাকশন মডেল উন্মোচিত হবে বলেও শোনা যাচ্ছে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, Continental GT 650 ও Interceptor 650 বাইক দুটি BS-6 ভার্সনে আসার পর আর নতুন কোনো আপডেট পায়নি। মাঝে শুধু যুক্ত হয়েছিল আরো নতুন দুটি রঙের প্রলেপ। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য অনুরাগীরা বাইক দুটিতে টিউবলেস টায়ারের প্রার্থনা বহুদিন থেকেই করে আসছে। এবার সেই প্রার্থনা রয়্যাল এনফিল্ডের কর্ণগোচর হয়েছে বলেই মনে করা হচ্ছে। কারণ, সম্প্রতি অ্যালয় হুইলের সাথে Continental GT 650 টেস্ট করার ছবি ধরা পড়েছে স্পাই ক্যামেরায়। এর পেছনে দেওয়া হয়েছে গোলাকৃতি এলইডি টেল ল্যাম্প, যা মিটিয়র ৩৫০ থেকেই নেওয়া। আগামী কয়েক মাসের মধ্যেই উভয় মোটরসাইকেলে ওই আপডেট যুক্ত হবে বলে আশা করা যায়।

এছাড়া, আরও একটি পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছে সম্প্রতি ফাঁস হওয়া নতুন ছবিতে। যা দেখে অধুমান, অদূর ভবিষ্যতে Continental GT ফ্যাক্টরি ফিটেড সেমি ফিয়ারিং কিট সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। প্রোটোটাইপ মডেলটির সামনে ফুল-ফেয়ার্ড কিটের জন্য মাউন্টিং পয়েন্টও লাগানো ছিল, ফলে জল্পনা জোরদার হয়েছে। তবে ইঞ্জিন স্পেসিফিকেশনে তেমন কোনো পরিবর্তন হওয়ার বার্তা পাওয়া যায়নি এখনো। ফলস্বরূপ আপডেটেড Continental GTএবং তার এর সেমি ফেয়ারিং যুক্ত সংস্করণে ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে বলে অনুমান। যা ৪৭ বিএইচপি শক্তি ও ৫২ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে।

Tags:    

Similar News