Vivo Pad 3: ভিভোর নতুন ট্যাবলেটে মিলবে 512 জিবির বিশাল স্টোরেজ, জানাল সংস্থা
গত মার্চ মাসে ভিভো চীনে MediaTek Dimensity 9300 চিপসেট দ্বারা চালিত Vivo Pad 3 Pro উন্মোচন করেছে। আর আজ, ব্র্যান্ডটি নিঃশব্দে তার ওয়েবসাইটে নতুন Vivo Pad 3 ট্যাবটিকে তালিকাভুক্ত করেছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে এর প্রি-সেল আগামী ২৮ জুন থেকে শুরু হবে। এটি ডিভাইসটির স্টোরেজ ও মেমরি ভ্যারিয়েন্ট এবং কালার অপশনগুলিও প্রকাশ করেছে। Vivo Pad 3 সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কি কি তথ্য প্রকাশ করা হয়েছে, আসুন জেনে নেওয়া যাক।
Vivo Pad 3 ট্যাবলেটের স্টোরেজ অপশন এবং কালার ভ্যারিয়েন্ট
ভিভো প্যাড ৩ ট্যাবলেটের অফিসিয়াল লিস্টিংটি প্রকাশ করেছে যে এটি চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলি হল ৮ জিবি র্যাম + ১২৮ স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ স্টোরেজ। এটি তিনটি শেডে আসবে, বলে জানা গেছে - স্প্রিং টাইড ব্লু, থিন পার্পল এবং কোল্ড স্টার গ্রে।
তবে এগুলি ছাড়া, ব্র্যান্ডের তরফে ভিভো প্যাড ৩ ট্যাবের আর কোনও স্পেসিফিকেশন নিশ্চিত করা হয়নি। তবে, এটি আইকো প্যাড ২ ট্যাবেলেটের একটি রিব্র্যান্ডেড সংস্করণ বলে মনে হচ্ছে, যা চীনে মে মাসে উন্মোচিত হয়েছিল।
Vivo Pad 3 ট্যাবলেটের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
Vivo Pad 3 মডেলে সম্ভবত ১২.০৫ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে, যা ২.৮কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করে। এই ট্যাবলেটে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেটটি ব্যবহৃত হবে, যা এলপিডিডিআর৫এক্স র্যাম, ইউএফএস ৩.১ / ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ১০,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য, Vivo Pad 3 ট্যাবলেটটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সহ আসতে পারে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকতে পারে একটি ছয়-স্পিকার সিস্টেম, একটি ৩ডি ভিসি কুলিং ইউনিট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, একটি ইউএসবি-সি (ইউএসবি ৩.২ জেন ১) পোর্ট এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিনওএস ৪ (OriginOS 4) অপারেটিং সিস্টেম।