Vivo T1 5G: ভারতে দুর্দান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন আনছে ভিভো, লঞ্চ হবে এই মাসে, রইল সমস্ত তথ্য
Vivo T1 সিরিজ মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে ইতিমধ্যেই আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছে। গত বছরের অক্টোবরে চীনে লঞ্চ হওয়া Vivo T1 ও Vivo T1x গ্রাহকদের কাছে যথেষ্ট সমাদৃত হয়েছে। অতীতে ভিভো-র অনেক হ্যান্ডসেট চীনে খুব জনপ্রিয় হলেও সেগুলি আর্ন্তজাতিক বাজারে পা রাখেনি। তবে Vivo T1 সিরিজের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটছে। ভারতের প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন বিভাগে ভারতে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে তারা। আর সেই বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে Vivo T1 এ দেশে শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে।
৯১মোবাইলস-এর রিপোর্ট বলছে Vivo T1 আগামী মার্চে ভারতে লঞ্চ হবে। তাদের সংযোজন, ডিভাইসটি এখানে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে। Vivo T1-এর ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টও ভারতের বাজারে ছাড়ার সম্ভাবনা আছে বলে তারা দাবি করেছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, এটি 5G সাপোর্ট করবে, ঠিক চীনা ভার্সনের মতো। এছাড়া আপকামিং ডিভাইসটির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ডিসেম্বরে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, ভিভো ভারতে তাদের Y সিরিজের সাথে T সিরিজ রিপ্লেস করার কথা ভাবছে। অর্থাৎ এখানে Vivo Y সিরিজের জায়গা নেবে Vivo T সিরিজ। Vivo T সিরিজ একবার ভারতে পা রাখলেই বর্তমান Y সিরিজের বিদায় নিশ্চিত। কারণ, প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে মডেল দু'টির মধ্যে প্রতিযোগিতা চললে আখেরে ভিভো-র ক্ষতি।
ভিভো টি১ স্পেসিফিকেশনস (Vivo T1 Specifications)
ভিভো টি১ এর ভারতীয় ও চাইনিজ ভ্যারিয়েন্টের মধ্যে স্পেসিফিকেশনের কোনও ফারাক থাকবে না বলেই ধারণা। এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৪০০ পিক্সেল) ডিসপ্লে, যার এসপেক্ট রেশিও ২০:৯ ও টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য ভিভো টি১-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে - এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে এসেছে ভিভো টি১।
সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T1 ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অরিজিন ওএস কাস্টম স্কিনে রান করে।