বাজারে আসছে Vivo V30 SE ও iQOO Pad 2 Pro, লেটেস্ট ওএস সহ থাকবে এই পাওয়ারফুল প্রসেসর
বিগত কয়েকদিন ধরে iQOO তাদের হোম মার্কেটে iQOO Pad 2 Pro নামের একটি নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছিলো। এখন আসন্ন এই ট্যাবলেটটিকে Google Play Console সার্টিফিকেশন সাইটে দেখা গেল। এই সাইটে ডিভাইসটি DPD2329 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। একই সাথে এখান থেকে বিভিন্ন ফিচারও প্রকাশ্যে এসেছে।
প্রসঙ্গত, iQOO Pad 2 Pro ট্যাবলেটের পাশাপাশি Google Play Console -এর ডেটাবেসের Vivo ব্র্যান্ডের একটি নয়া স্মার্টফোনকেও খুঁজে পাওয়া গেছে। আসন্ন হ্যান্ডসেটটির নাম Vivo V30 SE হবে। এছাড়া এর মডেল নম্বর এবং কিছু ফিচার এই সাইটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
Google Play Console সাইটে অন্তর্ভুক্ত হল iQOO Pad 2 Pro ট্যাবলেট
গুগল প্লে কনসোলের লিস্টিং অনুসারে, আইকো প্যাড 2 প্রো ট্যাবলেটে 2064×3096 পিক্সেল রেজোলিউশন এবং 400 পিপিআই পিক্সেল ডেনসিটি সমর্থিত ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 প্রি-লোডেড থাকবে। এই ট্যাবলেট 12 জিবি র্যাম অফার করবে।
লিস্টিং থেকে আরও জানা গেছে যে, আসন্ন মডেলে মিডিয়াটেক MT8796 প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপসেট - 1টি কর্টেক্স-এক্স4 কোর (3.25 গিগাহার্টজ রেটে ক্লক করে), 3টি কর্টেক্স-এক্স4 কোর (2.85 গিগাহার্টজ রেটে ক্লিক করে), এবং 4টি কর্টেক্স-এ720 কোর (2.0 গিগাহার্টজ রেটে ক্লক করে) সাপোর্ট করে। এছাড়া এই সিস্টেম-অন-চিপে মালি জি720 জিপিইউ থাকবে। এই যাবতীয় বৈশিষ্ট্য দেখে মনে করা হচ্ছে, আসন্ন আইকো ট্যাবলেটটি হয়তো মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসর দ্বারা চালিত হবে।
প্রসঙ্গত আইকো প্যাড 2 প্রো ট্যাবলেটটি PA2473 মডেল নম্বর বহন করছে বলে নিশ্চিত করেছে গুগল প্লে কনসোলের লিস্টিং। এক্ষেত্রে জানিয়ে রাখি এই একই মডেল নম্বর একটি ভিভো ট্যাবলেটের জন্যও বরাদ্দ হয়েছে। ফলে সম্ভাবনা আছে আইকো মডেলটি ভিভো প্যাড 3 প্রো (Vivo Pad 3 Pro) -এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আসবে।
যদি সত্যি এমনটা হয় তবে ডিভাইস দুটির মধ্যে ফিচারগত সদৃশ্যতা থাকা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে জানিয়ে রাখি, Vivo Pad 3 ট্যাবলেটে - 12.95-ইঞ্চির LCD স্ক্রিন রয়েছে, যা 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 3.1কে রেজোলিউশন এবং 900 নিট পিক ব্রাইটনেস অফার করে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে 11,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Google Play Console ডেটাবেসে তালিকাভুক্ত হল Vivo V30 SE স্মার্টফোন
গুগল প্লে কনসোল সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, ভিভো ভি30 এসই স্মার্টফোন V2327 মডেল নম্বর সহ আসবে। ফিচারের কথা বললে, এটি 1080×2400 পিক্সেল রেজোলিউশন এবং 440 পিপিআই পিক্সেল ডেনসিটি সমর্থিত ডিসপ্লে অফার করবে।
প্রসঙ্গত উক্ত সাটিফিকেশন সাইটের লিস্টিং থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, Vivo V30 SE স্মার্টফোন Vivo Y200e 5G মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে। এটি কিছু বাজারে নামফেরে Vivo Y100 5G হিসাবেও লঞ্চ হতে পারে।
আর যদি সত্যি সত্যি Vivo V30 SE একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আসে তবে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর থাকবে। আবার জিপিইউ হিসাবে পাওয়া যাবে অ্যাড্রেন 613 ৷ এই হ্যান্ডসেট 8 জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম অফার করবে।