Yamaha-র জনপ্রিয় স্কুটারকে মাত দিতে নতুন 150cc স্কুটার লঞ্চ করল Honda

By :  SUMAN
Update: 2022-11-28 13:48 GMT

হোন্ডা (Honda) ভিয়েতনামের বাজারে লঞ্চ করল একটি নতুন মডেলের ম্যাক্সি স্কুটার। যার নাম – Honda Winner X Sports। জাপানি সংস্থার এই মডেলটিতে মাঝারি পর্যায়ের আপডেট ঘটানো হয়েছে। এর প্রতিদ্বন্দ্বী মডেলগুলির মধ্যে অন্যতম হল Yamaha Aerox 155।

Winner X Sports-এর ফিচারের তালিকায় রয়েছে একটি শার্প এবং অত্যাধুনিক ডিজাইন, একটি স্প্লিট এলইডি হেডল্যাম্প, এবং স্লিক টেল সেকশন। রেড, ব্লু এবং হোয়াইট পেইন্ট স্কিমে হাজির হয়েছে স্কুটারটি। একি একই রঙের বিকল্পে Honda CBR1000RR-R Fireblade SP-ও বেছে নেওয়া যায়। সার্বিক ভাবে বলা যায় হোন্ডা উইনার-এ বাস্তবতা এবং স্টাইলের সুন্দর সংমিশ্রণ ঘটানো হয়েছে।

হোন্ডা উইনার এক্স স্পোর্টস-এ দেওয়া হয়েছে একটি ১৫০ সিসি লিকুইড কল্ড সিঙ্গেল সিলিন্ডার মোটর। যা থেকে ১৫.৪ বিএইচপি শক্তি এবং ১২.৮১ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে, ইয়ামাহা অ্যারোক্স ১৫৫-এ উপস্থিত একটি ১৫৫ সিসি ইঞ্জিন। যার আউটপুট হিসেবে ১৪.৭৯ বিএইচপি পাওয়ার এবং ১৩.৯ এনএম টর্ক পাওয়া যায়। তবে এটি একটি সিভিটি মডেল, যেখানে ইয়ামাহার স্কুটারটি ৬-স্পিড গিয়ারবক্স সহ এসেছে।

Honda Winner X Sports-এর হার্ডওয়ার এর মধ্যে সামনে প্রথাগত টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে প্রিলোড অ্যাডজাস্টেবল শক দেওয়া হয়েছে। আবার ব্রেকিংয়ের জন্য এবিএস সহ সামনে ও পেছনে পেটাল ডিস্ক উপস্থিত। এতে আবার সোনালী রঙের অ্যালয় হুইলের দেখা মিলেছে। মাটি থেকে সিটের উচ্চতা ৭৯৫ মিমি এবং ওজন ১৫৫ কেজি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ৪.৫ লিটার। এর দাম ৫০.৫৬ মিলিয়ন বিএনডি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৬ লক্ষ টাকা। এ দেশে স্কুটারটি লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে।

Tags:    

Similar News