ভ্যালেন্টাইনস ডে'র আগে Yamaha-র চমক, R15 সহ তিন বাইকের নতুন ভার্সন লঞ্চ করছে

By :  SUMAN
Update: 2023-02-09 08:46 GMT

জাপানের প্রসিদ্ধ টু-হুইলার নির্মাতা ইয়ামাহা মোটর (Yamaha Motor) ভ্যালেন্টাইনস ডে-র ঠিক আগে অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি ভারতে নতুন বাইক লঞ্চের ঘোষণা জানালো। ওই দিন কোন মডেল হাজির করা হবে, সে বিষয়ে মুখ খোলেনি ইয়ামাহা। তবে সূত্রের দাবি, এপ্রিল থেকে দেশজুড়ে লাগু হতে চলা আরও কড়া নির্গমন বিধি মেনে একাধিক মোটরসাইকেলের নতুন ভার্সন লঞ্চ করা হবে। সে দিন নতুন ফিচার সহ 2023 Yamaha FZ-X, FZ-FI ও YZF-R15 V4 লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

YZF-R15 V4 স্পোর্টস বাইকে নতুন টিএফটি স্ক্রিন যুক্ত হতে পারে। প্রতিটি মডেলে ওবিডি-২ নির্গমন বিধি পালনকারী ইঞ্জিনের দেখা মিলবে। আবার Yamaha MT-15 ফুল এলইডি লাইটিং এলং ডুয়েল চ্যানেল এবিএস সমেত আসতে পারে। এছাড়া FZ-X মডেলটি উঁচু ফ্রন্ট ফেন্ডার, নতুন হেডল্যাম্প, একটি উইন্ড স্ক্রিন এবং ডুয়েল চ্যানেল এবিএস-সহ লঞ্চ হবে বলেই অনুমান।

Bajaj Pulsar N160-র পর উক্ত সেগমেন্টে দ্বিতীয় মডেল হিসেবে Yamaha FZ-X ডুয়েল চ্যানেল এবিএস পেতে পারে। ফলে ১৫০ সিসির প্রথম বাইক হিসাবে 2023 Yamaha FZ X পাবে ওই সেফটি ফিচার। প্রত্যেকটি মোটরসাইকেল নতুন পেইন্ট অপশন ও নয়া আপডেট আপডেট থাকতে পারে। এই কারণে মোটরসাইকেল গুলির দাম সামান্য বৃদ্ধির সম্ভাবনা।

প্রসঙ্গত, সম্প্রতি হোন্ডা (Honda) ভারতে প্রথম গাড়ি সংস্থা হিসাবে ওবিডি-২ মাপকাঠি অনুসরণ করে নতুন Activa 6G স্কুটারটি লঞ্চ করেছে। চুরি ঠেকাতে স্কুটারটিতে দেওয়া হয়েছে H-Smart প্রযুক্তি। তবে নতুন নির্গমন বিধি মেনে টু-হুইলার আনার তালিকায় হোন্ডা, ইয়ামাহা ছাড়াও অন্যান্য সংস্থা তাদের বিভিন্ন মডেল লঞ্চ করবে। যা কেবল সময়ের অপেক্ষা।

Tags:    

Similar News