ফিরছে স্মৃতি, এবার R15 এর ইঞ্জিনে বলীয়ান হয়ে বাজারে কামব্যাক করতে পারে Yamaha RX100

By :  techgup
Update: 2022-12-17 05:08 GMT

'৮০-র দশকের এদেশের বাজারে যে কয়েকটি মোটরসাইকেল প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিল তাদের মধ্যে Yamaha RX100 অন্যতম। আজকের দিনে দাড়িয়েও অনেক বাড়ির গ্যারেজেই বয়সের ভারে মুহ্যমান চেহারায় পাওয়া যাবে তাকে। ১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এদেশের রাস্তায় দাপিয়ে বেরিয়েছে এই "ছোটা প্যাকেট বড়া ধামাকা"। অর্থাৎ চেহারায় ছোটখাটো এবং হালকা ওজনের হলেও বিল্ড কোয়ালিটি এবং উন্নত পারফরম্যান্সে একে টক্কর দেওয়া মুশকিল। পরবর্তীকালে যদিও অনেক বাইকপ্রেমী এর ইঞ্জিনের টিউনিং পরিবর্তন করে , বড় কার্বোরেটর, বড় চাকা, ডিস্ক ব্রেক কিংবা কুইকার থ্রোটেল লাগিয়ে একে আধুনিক পোশাকে মডিফাই করার চেষ্টা করেছে।

ইয়ামাহার এই আইকনিক RX100 এর মধ্যে প্রাণভোমরা হিসেবে ছিল ৯৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, টু-স্ট্রোক প্রযুক্তির ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে ১১ বিএইচপি শক্তি ও ১০.৩৯ এনএম টর্ক উৎপন্ন হত। সাথে ছিল চার ধাপযুক্ত গিয়ার বক্স। বাইকটির কার্ব ওজন ৯৮ কেজি। তবে RX100 এর বিশেষ ধরনের এগজস্ট সাউন্ড আজও পর্যন্ত যেন সকলের কানে বাজে। ব্ল্যাক, পিকক ব্লু এবং চেরি রেড এই তিনটি রঙেই মিলতো RX100।

তবে আজ এত বছর পরে ইয়ামাহার এই জনপ্রিয় মডেলটির আবেগে শান দিয়ে বাইকটির পুনরুজ্জীবনের আশ্বাসবাণী দিয়েছে জাপানের এই সংস্থা। বাইকটির ওল্ড চার্মকে বাঁচিয়ে রেখে আধুনিক ডিজাইন ও বড় ডিসপ্লেসমেন্ট যুক্ত ইঞ্জিন দিয়ে নব রূপে ভারতের বাজারে ফিরে আসবে RX100। চলতি বছরের জুলাই মাসেই এই ব্যাপারে পরিষ্কার ধারণা দেন ইয়ামাহা ইন্ডিয়ার চেয়ারম্যান Eishin Chihana। তাঁর কথায়, নতুন RX100 হবে শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ডিজাইনের এক ধামাকাদার প্যাকেজ।

আবার ক'দিন আগেই এক সাক্ষাৎকারে তাঁকে ফের জিজ্ঞাসা করা হয়েছিল RX100 মডেলটির বৈদ্যুতিক সংস্করণের ব্যাপারে। সেই প্রসঙ্গে তিনি জবাব দেন, "ইয়ামাহার এই বাইকটি উচ্চ ক্ষমতার ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন (ICE) নিয়ে পুনর্জন্ম নিলে সেই একই উন্মাদনা সৃষ্টি হবে।" ফলে এই আইকনিক মডেলে R15 V4 এর ১৫৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৪ ভালভ, লিকুইড কুল্ড প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে পাওয়ার ও টর্ক আউটপুট হতে চলেছে যথাক্রমে ১৮.৪ বিএইচপি ও ১৪.২ এনএম। ইয়ামাহা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে RX100 মডেলটির নবপ্রজন্মের সংস্করণ লঞ্চ হবে ২০২৬ সালের পরেই। এ ব্যাপারে আগামীতে আরও তথ্য প্রকাশ করব আমরা।

Tags:    

Similar News