ব্যাঙ্কে না গিয়েই কাজ হাসিল, Zomato থেকে খাবার অর্ডার করে ২০০০ টাকার নোট ধরাচ্ছে লক্ষ লক্ষ মানুষ

By :  techgup
Update: 2023-05-22 16:53 GMT

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) গত সপ্তাহে ২,০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। যাদের কাছে এই নোট রয়েছে তাদের ব্যাঙ্কে জমা করতে বলা হয়েছে। প্রতিদিন ২০,০০০ টাকা পর্যন্ত জমা করা যাবে বলে আরবিআই এর তরফে জানানো হয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পরে, লোকেরা ২০০০ টাকার নোট বদলাতে ব্যাঙ্কে যাওয়ার বদলে ভিন্ন উপায় অবলম্বন করছে বলে জানা যাচ্ছে। ফুড ডেলিভারি অ্যাপ জোমাটো (Zomato) দাবি করেছে যে, তাদের লক্ষ লক্ষ গ্রাহক খাবার অর্ডার করে ২০০০ টাকার নোট থেকে দাম কেটে নিতে বলছে।

সোমবার Zomato-র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করে এমনটাই জানানো হয়েছে। একটি টুইটে সংস্থাটি বলেছে, আরবিআইয়ের এই সিদ্ধান্তের পর থেকে তাদের অ্যাপের মাধ্যমে করা ক্যাশ-অন-ডেলিভারি অর্ডারের প্রায় ৭২ শতাংশ ২০০০ টাকার নোটের সাহায্যে পরিশোধ করা হচ্ছে।

https://twitter.com/zomato/status/1660530725299314693

সংস্থাটি এই সম্পর্কিত একটি মিমও শেয়ার করেছে, যেখানে Zomato ডেলিভারি এক্সিকিউটিভকে ২০০০ টাকার নোটের উপর শুয়ে থাকতে দেখা গেছে। অন্যান্য টুইটার অ্যাকাউন্ট থেকেও প্রচুর মেম শেয়ার করা হচ্ছে। 

Tags:    

Similar News