Airtel Wynk Music | বড় ঝটকা এয়ারটেল গ্রাহকদের, বন্ধ হয়ে যাচ্ছে 10 বছরের পুরানো পরিষেবা

By :  PUJA
Update: 2024-08-28 11:48 GMT

Airtel গ্রাহকরা এতদিন বিভিন্ন প্ল্যান রিচার্জ করলে Wynk Music এর সাবস্ক্রিপশন পেতেন, যেখানে বিনামূল্যে বিজ্ঞাপন-মুক্ত গান শোনা যেত। তবে এয়ারটেলের তরফে Wynk Music পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। প্রায় 10 বছর আগে চালু হওয়া এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটি। আর এই সিদ্ধান্ত অ্যাপলের সঙ্গে হাত মেলানোর পরই নিল Airtel।

উল্লেখ্য, এয়ারটেল সম্প্রতি অ্যাপলের সাথে হাত মিলিয়েছে। এরফলে মনে হচ্ছে গ্রাহকরা এবার থেকে অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশন পাবেন। অর্থাৎ যেসব গ্রাহক Wynk Music এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছিলেন, এখন তাদের গান শোনার জন্য Apple Music এর সাবস্ক্রিপশন দেওয়া হবে।

Wynk Music বন্ধ হলেও Airtel গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই।

উইঙ্ক মিউজিক পরিষেবা বন্ধ হলেও এয়ারটেল গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। কারণ যেসব গ্রাহক উইঙ্ক মিউজিক প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নিয়ে ছিল, তাদের অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশন দেওয়া হবে। অর্থাৎ, এখনও গ্রাহকরা বিজ্ঞাপন-মুক্ত গান শুনতে সক্ষম হবেন। এই সংক্রান্ত বাকি তথ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

বছরের শেষের দিকে সাবস্ক্রিপশন পাওয়া যাবে

এয়ারটেল গ্রাহকরা চলতি বছরের শেষ নাগাদ উইঙ্ক মিউজিক প্রিমিয়ামের পরিবর্তে অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশন পেতে শুরু করবেন। সংস্থাটি এখনও উইঙ্ক মিউজিক বন্ধের জন্য কোনও নির্দিষ্ট তারিখ বলেনি, তবে শীঘ্রই তা প্রকাশ করবে বলে মনে হচ্ছে। এখনও নির্বাচিত এয়ারটেল প্ল্যানের সাথে এয়ারটেল মিউজিকের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ভারতে Apple Music এর সাবস্ক্রিপশন নিতে গেলে প্রতি মাসে 99 টাকা দিতে হয়। যেখানে অফারে উইঙ্ক মিউজিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন 49 টাকার পাওয়া যায়।

Tags:    

Similar News