মাত্র 499 টাকায় সুপার ফাস্ট ওয়াই-ফাই ইন্টারনেট প্ল্যান, BSNL এর আগে কেউ নেই
BSNL প্ল্যান ব্যবহারকারীরা ভারতের যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলের সুবিধা পাবেন। এর পাশাপাশি, আপনি যদি 3 মাসের জন্য এই প্ল্যান রিচার্জ করেন তবে আপনি 50 টাকার ছাড়ও পাবেন। তবে এই অফার পাওয়া যাবে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত।
আপনি যদি সস্তায় ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ সরকারি টেলিকম সংস্থা BSNL বেসরকারি সংস্থাগুলির তুলনায় সস্তায় উচ্চগতির ইন্টারনেটের ব্রডব্যান্ড প্ল্যান অফার করছে। উচ্চগতির ইন্টারনেট আজ প্রত্যেকেরই প্রয়োজন, তা সে ব্যক্তিগত কাজ হোক বা অফিসের কাজ। আর BSNL তাদের গ্রাহকদের বাজেটের মধ্যে উচ্চ-গতির ফাইবার অপটিক ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করতে দেয়।
এখানে আমরা বিএসএনএলের 449 টাকার প্ল্যান সম্পর্কে কথা বলবো, যার নাম ফাইবার বেসিক নিও প্ল্যান। যারা দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট কানেক্টিভিটি এবং আনলিমিটেড কলিং চান তাদের জন্য এই প্ল্যান খুব ভাল। আসুন বিএসএনএলের 449 টাকার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
BSNL এর 449 টাকার ফাইবার বেসিক নিও ব্রডব্যান্ড প্ল্যানের সুবিধা
ফাইবার বেসিক নিও প্ল্যান নামে পরিচিত এই প্ল্যানে 30 এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যায়। এখানে 3.3 টিবি বা 3300 জিবি মাসিক ডেটা ব্যবহার করা যাবে। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি 4 এমবিপিএসে নেমে আসবে।
এই প্ল্যানে ব্যবহারকারীরা ভারতের যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলের সুবিধা পাবেন। এর পাশাপাশি, আপনি যদি 3 মাসের জন্য এই প্ল্যান রিচার্জ করেন তবে আপনি 50 টাকার ছাড়ও পাবেন। তবে এই অফার পাওয়া যাবে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত।
বিএসএনএল ব্রডব্যান্ড কানেকশন কীভাবে নেবেন
বিএসএনএল ফাইবার বেসিক প্ল্যান সাবস্ক্রাইব করতে 1800-4444 নম্বরে 'হাই' লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএসএনএল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর থেকেও বিএসএনএল সেলফকেয়ার অ্যাপটি ডাউনলোড করে প্ল্যান কিনতে পারেন।