রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে বিপাকে Jio, Airtel, সেপ্টেম্বরেও নতুন গ্রাহক পেল BSNL
জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি গ্রাহক হারালেও নিজের জমি শক্ত করছে বিএসএনএল। জুলাইয়ে তারা পেয়েছিল ২৯.২ লক্ষ নতুন গ্রাহক। ২৫.৩ লক্ষ গ্রাহক জুড়েছিল আগস্টেও। এখন সেপ্টেম্বরে তারা ৮.৪ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে বলে ট্রাই রিপোর্টে জানিয়েছে।
রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে বেকায়দায় বেসরকারি টেলিকম সংস্থাগুলি। আর উল্টো পথে হেঁটে সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছে BSNL। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাই (TRAI) এর রিপোর্ট অনুযায়ী, জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর ভরতের বৃহত্তর টেলিকম অপারেটর Reliance Jio সেপ্টেম্বরেও লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে। একই কথা প্রযোজ্য Vodafone Idea ও Airtel এর জন্যেও। তবে সেপ্টেম্বর মাসে অনেক নতুন গ্রাহক পেয়েছে সরকার মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL।
সেপ্টেম্বরে প্রায় ৭০ লক্ষ গ্রাহক হারালো Jio
ট্রাই এর রিপোর্ট অনুযায়ী, ধীরে ধীরে অনেক ওয়্যরলেস গ্রাহক হারাচ্ছে জিও। গত আগস্টে সংস্থার হাত ছেড়েছিল ৭.৫ লক্ষ গ্রাহক। একই চিত্র আগস্টেও দেখা যায়, যেখানে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর ৪০.১ লক্ষ গ্রাহক হারায়। এখন সেপ্টেম্বরেও ৭৯.৬ লক্ষ গ্রাহক জিও কে ছেড়ে গেছে বলে জানা গেছে।
গ্রাহক হারিয়েছে Airtel ও Vodafone Idea-ও
ট্রাই এর রিপোর্ট থেকে আরও উঠে এসেছে যে, জিও-র মতোই দশা এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার। এয়ারটেল গত জুলাইয়ে ১৭ লক্ষ, আগস্টে ২৪ লক্ষ এবং সেপ্টেম্বরে ১৪.৩ লক্ষ গ্রাহক হারিয়েছে। এদিকে ১৫.৫ লক্ষ গ্রাহক হারিয়ে একই দলে জায়গা করে নিয়েছে ভিআই-ও।
সেপ্টেম্বরে ৮ লক্ষ নতুন গ্রাহক পেল BSNL
বেসরকারি টেলিকম সংস্থাগুলি গ্রাহক হারালেও নিজের জমি শক্ত করছে বিএসএনএল। জুলাইয়ে তারা পেয়েছিল ২৯.২ লক্ষ নতুন গ্রাহক। ২৫.৩ লক্ষ গ্রাহক জুড়েছিল আগস্টেও। এখন সেপ্টেম্বরে তারা ৮.৪ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে বলে ট্রাই রিপোর্টে জানিয়েছে।
এই মুহূর্তে জিও-র দখলে আছে ৪৬.৩৭ কোটি ওয়্যারলেস গ্রাহক। যেখানে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া যথাক্রমে ৩৮.৩৪ কোটি ও ২১.২৩ কোটি গ্রাহক নিজেদের দখলে রাখতে পেরেছে। অন্যদিকে বিএসএনএল ও এমটিএনএল এর মোট গ্রাহক সংখ্যা ৯.৩৮ কোটি। এই চার টেলিকম সংস্থার দখলে বাজার শেয়ার আছে যথাক্রমে ৪০.২০ শতাংশ, ৩৩.২৪ শতাংশ, ১৮.৪১ শতাংশ ও ৮.১৫ শতাংশ।