Telecom Industry: চীন থেকে আসা প্রোডাক্টের উপর নজর রাখতে ৫ টাস্ক ফোর্স গঠন করছে সরকার

By :  PUJA
Update: 2022-12-04 13:09 GMT

টেলিকম ক্ষেত্রে চীন থেকে আসা পণ্যে লাগাম টানতে প্রস্তুতি নিচ্ছে সরকার। চীন থেকে আমদানি বন্ধ করতে নয়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার বলেছে যে, যেসব দেশের পণ্য টেলিকম সেক্টরের নিয়ম নীতি মেনে চলছে না সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। এজন্য পাঁচটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার টেলিকম গিয়ার প্রস্তুতকারী ২টি কোম্পানীর সিইও-র সাথে একটি বৈঠক করেছেন। এই সমস্ত কোম্পানি লিঙ্কড ইনসেন্টিভ স্কিম (পিএলআই) এর জন্য যোগ্য। তাদের ব্যবসা বৃদ্ধি থেকে শুরু করে সঠিক পন্য ব্যবহারের দিকে নজর রাখবে সরকার। এ জন্য ৫টি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলিকম গিয়ার নির্মাতারা এই বৈঠকে চীন থেকে নেটওয়ার্ক গিয়ার আমদানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই পণ্যগুলো অন্যান্য প্রতিবেশী দেশের মাধ্যমে পাঠানো হচ্ছে। এই বৈঠকে শুল্ক, অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এতে অংশ নেন।

১ কোটি টাকা বিনিয়োগে ১৫ জনের কর্মসংস্থান

আগেই বলেছি, টেলিযোগাযোগ বিভাগ ৪২টি কোম্পানিকে বেছে নিয়েছে, যারা ৪,১১৫ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের অনুমান এই স্কিমের মাধ্যমে ২.৪৫ লক্ষ কোটি টাকার পন্য উৎপন্ন হতে পারে। এই স্কিমের সময়কালে ৪৪,০০০ এরও বেশি অতিরিক্ত কর্মসংস্থানও তৈরি হবে। বৈঠকে শিল্পপতিরা জানান, পিএলআই স্কিমের অধীনে বিনিয়োগ করে আয় হতে পারে ৫০ হাজার কোটি টাকা। এছাড়া ১ কোটি টাকা বিনিয়োগে ১৫ জনের কর্মসংস্থান হবে।

Tags:    

Similar News