গ্রাহকদের উদ্দেশ্যে Reliance Jio -র বড় ঘোষণা, 5G সিম খুঁজলে অবশ্যই জানুন

By :  SUPARNA
Update: 2022-11-10 12:07 GMT

গত ১লা অক্টোবর 'ইন্ডিয়া মোবাইল কংগ্রেস' (IMC 2022) ইভেন্ট চলাকালীন ৫তম সেলুলার নেটওয়ার্কিং পরিষেবাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। যার পর 5G নেটওয়ার্কিংয়ের সুবিধা আপামর জনগণের জন্য শীঘ্রই চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যদিও ভারতের প্রথমসারির কয়েকটি টেলিকম সংস্থা আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগেই এই নব্য-প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা রোলআউট করার প্রস্তুতি চালাচ্ছিল। আর সেই মতোই অক্টোবরেই Jio এবং Airtel উভয়ই দেশে 5G পরিষেবা চালু করে দেয়। একই সাথে, আঞ্চলিক উপলব্ধতা সংক্রান্ত তথ্যও তৎকালীন সময়ে প্রকাশ্যে নিয়ে আসা হয়।

কিন্তু সমস্যা হল সংস্থাগুলি তাদের প্রদত্ত ইন্টারনেট পরিষেবার বিষয়ে বিস্তারিতভাবে তথ্য প্রকাশ না করায়, সোশ্যাল মিডিয়াতে 5G -কে নিয়ে প্রতিদিন নতুন নতুন ভুঁয়ো খবর ছড়ানো হচ্ছে। যার দরুন মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই নানা ধরণের প্রশ্ন ও বিভ্রান্তি দেখা দিয়েছে। বিশেষত একটি প্রশ্ন অত্যন্ত ভাবাচ্ছে সকলকে যে - 5G নেটওয়ার্কের সুবিধা পাওয়ার জন্য নতুন 5G সিম কিনতে হবে, নাকি পুরানো সিমই 5G পরিষেবা মিলবে? তবে বারংবার এই একই প্রশ্ন উত্থাপিত হওয়ার কারণে, মুকেশ আম্বানি মালিকাধীন সংস্থা Reliance Jio এই বিভ্রান্তি দূর করার দায়িত্ব নিয়ে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছে টুইটারে। আসুন দেখে নেওয়া যাক তারা এই বিষয়ে কি বলেছে।

সিম-কেন্দ্রিক বিভ্রান্তি দূর করলো Reliance Jio

রিলায়েন্স জিও তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি টুইট করে। যেখানে ট্রু ৫জি পরিষেবার ব্যবহার করার উপায় সম্পর্কিত তথ্য ছিল, যা আপামর জনগণের বিভ্রান্তি চিরতরে শেষ করেছে। টুইট তারা লিখেছে - "আপনার জিও সিম ৫জি রেডি। আপনার মা, বাবা এবং বন্ধু সবার মোবাইলে থাকা জিও সিম ৫জি পরিষেবা দিতে সক্ষম। প্রতিটি জিও সিম ট্রু ৫জি রেডি। আপনাকে স্বাগতম।" অর্থাৎ জিও তাদের এই টুইটারের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে, ট্রু ৫জি পরিষেবার সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের কোনও নতুন সিম নেওয়ার প্রয়োজন নেই, তাদের পুরানো সিমই ফোনে দ্রুত গতি সম্পন্ন ৫জি ইন্টারনেট সরবরাহ করবে।

Jio True 5G পরিষেবা কোন কোন রাজ্যে চালু হয়েছে?

দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী এই চারটি শহরে বর্তমানে জিও ট্রু ৫জি পরিষেবা উপলব্ধ করা হয়েছে। এছাড়াও রাজস্থানে ওয়াই-ফাই ভিত্তিক ৫জি চালু করা হয়েছে, যেখানে সংস্থাটি একটি ওয়েলকাম অফারের অধীনে ব্যবহারকারীদের এই নেক্সট-জেনারেশন নেটওয়ার্কিং পরিষেবা অফার করছে। শুধু তাই নয়, অধিক সংখ্যক জিও গ্রাহক যাতে এই পরিষেবার সাথে যুক্ত হন তার জন্য প্রত্যেককে আমন্ত্রণও পাঠানো হচ্ছে।

Tags:    

Similar News