Jio New Year Welcome Plan: 200 দিন আনলিমিটেড কল সহ আনলিমিটেড ইন্টারনেট, ধামাকা করল জিও

জিও-র নিউ ইয়ার ওয়েলকাম রিচার্জ প্ল্যানের মূল্য রাখা হয়েছে 2025 টাকা। এই রিচার্জ প্ল্যানে প্রত্যহ 2.5 জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 200 দিন, ফলে গ্রাহকরা মোট 500GB হাই-স্পিড ডেটা পাবেন।

Update: 2024-12-11 16:47 GMT

Highlights

• জিও-র নিউ ইয়ার ওয়েলকাম রিচার্জ প্ল্যানের মূল্য রাখা হয়েছে 2025 টাকা।

• জিও-র এই প্ল্যানটি 200 দিন ভ্যালিডিটি অফার করে, ফলে গ্রাহকদের বারবার তাদের জিও নম্বর রিচার্জ করতে হবে না।

• এই প্ল্যান রিচার্জ করলে AJIO, Swigy সহ অনেক ফুড ও সিকিউরিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন মেলে।

Jio Happy New Year Welcome Plan: জিও-র কোটি কোটি গ্রাহকদের জন্য খুশির খবর। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা নতুন বছর উপলক্ষে আজ হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান লঞ্চ করেছে, এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং ও আনলিমিটেড 5G ডেটা সহ অনেক সুবিধা পাবেন। আর জিও-র এই প্ল্যানটি 200 দিন ভ্যালিডিটি অফার করে, ফলে গ্রাহকদের বারবার তাদের জিও নম্বর রিচার্জ করতে হবে না। আসুন জিও হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

জিও হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান | Jio Happy New Year Welcome Plan

জিও-র নিউ ইয়ার ওয়েলকাম রিচার্জ প্ল্যানের মূল্য রাখা হয়েছে 2025 টাকা। নতুন বছর অনুযায়ী এই বিশেষ প্ল্যানের দাম রেখেছে সংস্থা। এখানকার সুবিধাগুলি সম্পর্কে বললে, গ্রাহকরা এই লম্বা ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যানে প্রত্যহ 2.5 জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 200 দিন, ফলে গ্রাহকরা মোট 500GB হাই-স্পিড ডেটা পাবেন। জিও-র এই ওয়েলকাম অফার 11 ডিসেম্বর অর্থাৎ আজ থেকে 11 জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে।

আনলিমিটেড 5G ইন্টারনেট

জিও-র এই প্ল্যানে 5G স্মার্টফোন ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন। এখানে অন্যান্য প্ল্যানের মতো সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে কলিং করা যাবে। এখানে ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাওয়া যাবে। শুধু তাই নয়, এই প্ল্যান রিচার্জ করলে AJIO, Swigy সহ অনেক ফুড ও সিকিউরিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন মেলে।

2150 টাকার অতিরিক্ত বেনিফিট

জিও হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানে AJIO থেকে কেনাকাটা করার জন্য গ্রাহকদের 500 টাকার কুপন দেওয়া হবে। আর সুইগি ই-কমার্স অ্যাপে 150 টাকা এবং ইজিমাই ট্রিপের মাধ্যমে ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে 1500 টাকা ছাড় পাওয়া যাবে।

Tags:    

Similar News