কলিং ও আনলিমিটেড ইন্টারনেট সহ লম্বা ভ্যালিডিটি, Jio-র এই দুই রিচার্জ প্ল্যানে ফায়দা অনেক

Update: 2024-12-12 10:06 GMT

দুর্দান্ত পরিষেবা দেওয়ার কারণে অল্প দিনেই Reliance Jio-র কাছে এখন সবচেয়ে বেশি গ্রাহক আছে। সংস্থাটি প্রতিটি বিভাগে একাধিক প্রিপেইড প্ল্যান অফার করে, যার মধ্যে লম্বা ভ্যালিডিটি ছাড়াও রোজকার ডেটা এবং ওটিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়। আপনি যদি এই সংস্থার সিম ব্যবহার করেন এবং 1000 টাকার কমে দীর্ঘ বৈধতা সহ একটি সেরা প্ল্যান রিচার্জ করতে চান তাহলে এই প্রতিবেদনটি পড়ুন। এখানে আমরা এই রেঞ্জের দুটি প্ল্যানের বিষয়ে বলবো।

Jio-র 1000 টাকার কাছাকাছি প্ল্যানের মধ্যে রয়েছে 999 টাকার প্ল্যান এবং 949 টাকার প্ল্যান। উভয়ই প্রতিদিন 2 জিবি দৈনিক ডেটা দেয়, তবে ভ্যালিডিটির পার্থক্য রয়েছে। এর মধ্যে একটি প্ল্যান অতিরিক্ত ভ্যালিডিটি দেয়, অন্যটির সাথে ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায়। চলুন দেখে নেই জিওর কোন প্ল্যানটি আপনার রিচার্জ করলে ভালো হবে।

949 টাকার জিও প্ল্যান

রিলায়েন্স জিওর এই প্ল্যানের সাথে 3 মাসের জন্য Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। আর এখানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে এবং সাথে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ মোট 168 জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর সুবিধাও দেওয়া হচ্ছে।

999 টাকার জিও প্ল্যান

আপনি যদি আগের প্ল্যানের মূল্যের থেকে 50 টাকা বেশি ব্যয় করেন তাহলে 98 দিন ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ 14 দিন পর্যন্ত বেশি বৈধতা পাওয়া যাবে। এখানেও দৈনিক 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। এছাড়াও প্রতিদিন 100 টি এসএমএস পাঠানো যেতে পারে।

দুটি প্ল্যানেই জিওর বিভিন্ন অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড। এর পাশাপাশি যোগ্য গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা পাবেন।

Tags:    

Similar News