এবার সিকিম, গ্যাংটকে ঘুরতে গেলেও পাবেন Jio-র 5G পরিষেবা
দুর্গাপুজোর সময় মানে গত ১লা অক্টোবর 5G নেটওয়ার্ক লঞ্চ করার পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শহরগুলিতে এই পরিষেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio। তবে এবার বরফের রাজ্য সিকিমেও এই নেটওয়ার্ক উপলব্ধ হল। হ্যাঁ, গতকাল ৯ই এপ্রিল সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, Jio-র সাথে হাত মিলিয়ে ওই রাজ্যে Jio True 5G পরিষেবা লাইভ করেছেন। এই সাম্প্রতিক লঞ্চের মাধ্যমে সিকিমের প্রতিটি গ্রাম, গ্রাম পঞ্চায়েত ইউনিট এবং স্কুল উন্নত নেটওয়ার্ক পরিষেবা তথা নিরবচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন পাবে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি এখানে ঘুরতে গেলেও ভ্রমণপিপাসুরা হাইস্পিড নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন।
সিকিমের হাত ধরে দেশের প্রতিটি রাজ্যে পৌঁছালো 5G নেটওয়ার্ক
সাম্প্রতিক প্রেস বিবৃতিতে জিও এই লঞ্চ সম্পর্কে জানিয়েছে যে তারা সিকিমের গ্যাংটকে জিও ট্রু ৫জি পরিষেবা লঞ্চ করতে পেরে যথেষ্ঠ উচ্ছ্বসিত। খুব শীঘ্রই রাজ্যের বাকি জায়গাতেও এই পরিষেবা উপলব্ধ হবে বলে সংস্থাটি আশা প্রকাশ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই লঞ্চের মাধ্যমে দেশের প্রতিটি রাজ্যেই জিওর নতুন নেটওয়ার্ক পৌঁছে গেছে বলে তাদের দাবি।
এদিকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম গ্যাংটকের সম্মান ভবনে 'গো গ্রিন, গো অর্গানিক'-এর বিশেষ পোস্টাল কভার প্রকাশের অনুষ্ঠানে এই বিষয়ে শুভেচ্ছা প্রকাশ করেছেন। তাঁর মতে, জিও খুব অল্প সময়ের মধ্যে নির্ভরযোগ্য নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী হিসেবে জায়গা করে নিয়েছে। এক্ষেত্রে, ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে সিকিমের প্রতিটি জেলা সদর, শহর ও তহসিলে জিওর ৫জি পরিষেবা উপলব্ধ হবে বলেও প্রেম উত্তেজনা প্রকাশ করেছেন।
বলে রাখি, এই মুহূর্তে ৪০০টিরও বেশি শহরে উপলব্ধ হয়েছে জিওর ৫জি পরিষেবা। এই সমস্ত শহরের বাসিন্দারা একটি ৫জি ফোন থাকলেই ফ্রি-তে এই পরিষেবা উপভোগ করতে পারবেন।