আনলিমিটেড 5G ডেটা চান? Airtel-র সস্তা দুটি রিচার্জ আপনার কাজে আসতে পারে
ইউজারদের জন্য আনলিমিটেড 5G ডেটার সুবিধা এনেছে এয়ারটেল। তার জন্য একটি ব্যয়বহুল রিচার্জ প্রয়োজন। তবে এমন একটি কৌশল রয়েছে যার মাধ্যমে কম দামে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন।
রিচার্জের দাম বাড়ানোর পরও গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা অফার করছে Airtel। যে সমস্ত রিচার্জ প্ল্যানে দৈনিক 2 জিবি বা তার বেশি ডেটা রয়েছে, সেগুলিতে পাওয়া যাবে আনলিমিটেড 5G ইন্টারনেট। তবে এই সুবিধা নেওয়ার জন্য অবশ্যই একটি 5G স্মার্টফোন থাকতে হবে। আর 5G কভারেজ রয়েছে এমন এলাকায় বসবাস করতে হবে। রিচার্জের দাম বাড়ার পর 2 জিবি ডেটা যুক্ত প্ল্যানগুলি দামি হয়ে উঠেছে। তাই আজ কম দামে কীভাবে 5G ইন্টারনেট উপভোগ করা যাবে সেই কৌশল আলোচনা করা হল।
এয়ারটেলের সবচেয়ে কম দামি আনলিমিটেড 5G ডেটা প্ল্যানটির মূল্য 379 টাকা থেকে শুরু। এই প্ল্যানটি ব্যবহারকারীদের এক মাসের ভ্যালিডিটি, দৈনিক 2 জিবি উচ্চ গতির ডেটা, দৈনিক 100টি SMS, আনলিমিটেড কলিংয়ের সুবিধা সহ প্রদান করে৷
আনলিমিটেড 5G ডেটা
রিচার্জের দাম বাড়লেও, ব্যবহারকারীরা কম খরচে 5G ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এর জন্য 121 টাকা এবং 161 টাকা দামের দুটি 5G ডেটা বুস্টার প্ল্যানও এনেছে কোম্পানি। দুই প্ল্যানে যথাক্রমে : 6 জিবি এবং 12 জিবি 4G ডেটাও পাওয়া যাবে। উভয় প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন। এছাড়া 149 টাকা দামের একটি ডেটা বুস্টার প্ল্যানও রয়েছে। এই সমস্ত প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড 5G ডেটা অফার উপভোগ করা যাবে।
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল। গ্রাহক সংখ্যা 35 কোটিরও বেশি। চলতি বছর জুলাইয়ে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে কোম্পানিটি। তা সত্ত্বেও দ্বিতীয় ত্রৈমাসিকে নতুন 42 লক্ষ গ্রাহক যুক্ত করেছে এয়ারটেল। কোম্পানি জানিয়েছে, তাদের 5G গ্রাহকের বেড়ে 10.5 কোটিতে দাঁড়িয়েছে এবং, গ্রাহক পিছু গড় আয় 233 টাকা হয়েছে।