১ লা জানুয়ারি থেকে আসছে নতুন নিয়ম! খুশির খবর Jio, Airtel, BSNL-র গ্রাহকদের জন্য
আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে একটি নতুন নিয়ম আনতে চলেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। এই নিয়ম Jio, Airtel, Vodafone Idea এবং BSNL সবখর জন্য প্রযোজ্য হবে। এই নতুন নিয়মের নাম দেওয়া হয়েছে Right of Way বা ROW। এই নিয়ম কার্যকর হলে সারা দেশে অপটিক্যাল ফাইবার লাইন এবং টেলিকম টাওয়ার বসানোর কাজ সহজ হবে বলে জানিয়েছে টেলিকম বিভাগ।
ROW টেলিকম নিয়ম কার্যকর হলে কী সুবিধা হবে?
টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) সমস্ত রাজ্যকে নতুন নিয়ম সম্পর্কে অবগত করতে চিঠি পাঠিয়েছে। সংস্থার সেক্রেটারি নীরজ মিত্তল বলছেন যে, অভিন্ন রাইট অফ ওয়ে নিয়ম টেলিকম অবকাঠামোর বিকাশকে ত্বরান্বিত করবে এবং ভারতে দ্রুত ৫জি প্রযুক্তি ছড়িয়ে দিতে সাহায্য করবে।
পাওয়া যাবে আরও ভালো 5G পরিষেবা
জানা গেছে, রাইট অফ ওয়ে নিয়মের ফলে সরকারি ও বেসরকারি উভয় টেলিকম সংস্থা নিজেদের টাওয়ার বসানোর জন্য এবং ব্রডব্যান্ড ইন্টারনেট অপারেটররা নিজেদের কেবিল ছড়ানোর জন্য সহজেই জমি পেয়ে যাবে। এক্ষেত্রে সাহায্য করবে রাজ্য সরকার। ফলে পরিষেবা দ্রুত ছড়িয়ে দিতে পারবে সংস্থাগুলি। যেহেতু এখন জিও, এয়ারটেল, ভিআই ও বিএসএনএল 5G টাওয়ার বসানোর কাজ করছে, তাই নয়া নিয়ম তাদের কাজে অগ্রগতি আনবে।
উপকৃত হবেন Jio থেকে BSNL গ্রাহকরা
এর আগে রাজ্যগুলিতে নির্দিষ্ট কোনো রাইট অফ ওয়ে নীতি ছিল না। ফলে টেলিকম পরিকাঠামোর উন্নয়নে বাধার মুখে পড়তো সংস্থাগুলি। কিন্ত নতুন নিয়মে সব রাজ্যকে এক নিয়ম মানতে হবে এবং সংস্থাগুলিকে সাহায্য করতে হবে। এরফলে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন জিও, সুনীল মিত্তলের এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল এর মতো সংস্থা উপকৃত হবে। তারা আরও ভালো পরিষেবা দিতে পারবে।