নতুন রিচার্জ, AirFiber থেকে New Year প্ল্যান, ডিসেম্বরে ধামাকা করল Jio
চলতি মাসে একাধিক নতুন পরিষেবা এনেছে Reliance Jio। এর মধ্যে রয়েছে নতুন ডেটা প্যাক, নতুন বছরের জন্য রিচার্জ প্ল্যান, এয়ারফাইবার ইত্যাদি। একনজরে এই সকল ঘোষণাগুলি সম্পর্কে জেনে নিন।;
দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio, এই বছর একাধিক ছোট বড় ঘোষণা করেছে গ্রাহকদের জন্য। জুলাইয়ে বাড়িয়েছে মোবাইল ট্যারিফ। চলতি মাসে এনেছে একাধিক আপডেট। লঞ্চ করা হয়েছে True 5G গিফ্ট ভাউচার, New Year রিচার্জ প্ল্যান, এয়ারফাইবার প্ল্যান ইত্যাদি। 2025 সালে পা রাখার আগে আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বরে কী কী ঘোষণা করেছে মুকেশ আম্বানির কোম্পানি।
Jio ডেটা প্যাক
বিদ্যমান সুবিধার পাশাপাশি অতিরিক্ত ডেটা উপভোগ করার জন্য এই বছর আটটি ডেটা প্যাক এনেছে জিও। এর মধ্যে 19 টাকা এবং 29 টাকার ডেটা প্যাকে পরিবর্তন করা হয়েছে। 19 টাকার ডেটা প্যাকে এখন 1 জিবি ডেটা মিলবে। মেয়াদ 1 দিন। উচ্চ-গতির ডেটা ব্যবহার করার পরে, ব্যবহারকারীরা 64 কেবিপিএস স্পিডে সীমাহীন ডেটা চালিয়ে যেতে পারেন।
অন্যদিকে, 29 টাকার ডেটা প্যাকে 2 দিনের মেয়াদ-সহ 2GB ডেটা পাওয়া যাবে। উচ্চ-গতির ডেটা ব্যবহার করার পরে, ব্যবহারকারীরা 64 kbps স্পিডে সীমাহীন ডেটা উপভোগ করতে পারবেন।
New Year রিচার্জ প্ল্যান
কোম্পানির পোর্টফোলিওতে আরেকটি নতুন সংযোজন হল নিউ ইয়ার প্ল্যান, যার দাম 2025 টাকা৷ এই প্ল্যানে 200 দিনের মেয়াদ, প্রতিদিন 2.5GB ডেটা পাওয়া যাবে। সঙ্গে রয়েছে অন্যান্য সুবিধা।
AirFiber প্ল্যান
জিও ব্রডব্যান্ড পরিষেবা এয়ারফাইবারের জন্য 1000 টাকার বিনামূল্যে ইনস্টলেশন অফার করছে কোম্পানি। আনা হয়েছে 2,222 টাকা মূল্যের 3 মাসের প্ল্যান, যে অফার 31 ডিসেম্বর, 2024-এ শেষ হবে৷ এই সুবিধা বিদ্যমান এবং নতুন গ্রাহক উভয় বুকিংয়ের জন্য প্রযোজ্য৷
এগুলি ছাড়াও, ডিসেম্বর 2024-এ লঞ্চ করা হয়েছে JioTag Go, Poco C75 5G (Qualcomm এবং Poco-এর সাথে অংশীদারিত্বে), এবং JioCloud-এর সাথে একত্রিত আসন্ন AI ম্যাজিক ফিচার।