Jio ও Airtel এর টেনশন বাড়িয়ে 5G নেটওয়ার্ক লঞ্চ করছে VI, চুক্তি হল 30 হাজার কোটি টাকার

By :  PUJA
Update: 2024-09-23 08:23 GMT

Vodafone Idea তাদের 4G নেটওয়ার্ক উন্নত করার পাশাপাশি 5G নেটওয়ার্ক রোলআউট করার ঘোষণা করলো। এর ফলে নি: সন্দেহে চাপ বাড়বে Jio ও Airtel এর উপর। উল্লেখ্য, জিও এবং এয়ারটেল উভয় টেলিকম সংস্থাই গতবছর ভারতে 5G নেটওয়ার্ক চালু করছে এবং 4G প্ল্যানের দামেই পরিষেবা দিয়ে যাচ্ছে, সাথে বিনামূল্যে আনলিমিটেড 5G আনলিমিটেড ডেটা অফার করছে।

Nokia, Samsung এর সাথে ৩০,০০০ কোটি টাকার চুক্তি VI এর

রিপোর্ট অনুযায়ী, ফিনল্যান্ডের সংস্থা নোকিয়া, সুইডেনের সংস্থা এরিকসন এবং দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের সাথে 4G নেটওয়ার্ক আপগ্রেড এবং 5G নেটওয়ার্ক রোল আউটের জন্য ৩০,০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে VI। এই পরিমাণ অর্থ দিয়ে, ভোডাফোন আইডিয়া সমগ্র দেশের নেটওয়ার্ক উন্নত করবে। এছাড়াও ভারতে 5G নেটওয়ার্ক চালু করবে।

ভোডাফোন-আইডিয়ার গ্রাহক সংখ্যা বাড়তে পারে

দেশজুড়ে 4G নেটওয়ার্ক আপগ্রেড করলে ভোডাফোন-আইডিয়ার ইউজারবেস বাড়তে পারে। কারণ বিএসএনএল শীঘ্রই 4G নেটওয়ার্ক চালু করবে বলে খবর সামনে আসার পর লক্ষ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে। ফলে ভোডাফোন আইডিয়া যদি নেটওয়ার্ক উন্নত করে এবং 5G নেটওয়ার্ক লঞ্চ করতে পারে, তাহলে জিও ও এয়ারটেল থেকে অনেক গ্রাহক ভোডাফোন-আইডিয়ায় ফিরে আসতে পারে।

আরও পড়ুন : Airtel এর তিন দুর্দান্ত ডেটা প্ল্যান, ইন্টারনেট ডেটার সাথে ফ্রি-তে দেখুন ওটিটি কনটেন্ট

উল্লেখ্য, সম্প্রতি Vodafone Idea তাদের শেয়ার বিক্রি করে ২৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। এই অর্থ প্রতিটি এলাকায় নেটওয়ার্ক উন্নত করতে ব্যবহার করা হবে। এছাড়াও 5G রোল আউটের কাজে লাগানো হবে। রিপোর্ট অনুযায়ী, Vi এর নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ এরিকসন প্রায় ৪০ শতাংশ এবং নোকিয়া প্রায় ২০ শতাংশ সম্পন্ন করবে।

Tags:    

Similar News