সস্তায় Hisense আনল ফটো ফ্রেমের মতো দেখতে CanvasTV, ছবি-শব্দ দারুণ, বাড়বে ঘরের সৌন্দর্যও
Hisense CanvasTV Launched: প্রযুক্তিনির্ভর এই সময়ে দাঁড়িয়ে, বাজারের প্রতিটি ব্র্যান্ডই একে অপরের সাথে প্রতিযোগিতাবশত নিত্যনতুন প্রোডাক্ট উদ্ভাবন করে চলেছে। এর ফলে, মাঝেমধ্যে এমন কিছু পরিষেবা বা আইটেম লঞ্চ হচ্ছে, যাদের কথা হয়তো আমরা স্বপ্নেও ভাবিনা! যেমন, চীন-ভিত্তিক জনপ্রিয় স্মার্ট টিভি ব্র্যান্ড Hisense, সম্প্রতি Hisense CanvasTV নামের অনন্য স্মার্ট টিভির ঘোষণা করেছে, যা দেখতে হুবহু ছবির ফ্রেমের মতো। হ্যাঁ, গতানুগতিক টিভির থেকে এই নতুন অ্যাপ্লায়েন্সটি একেবারেই আলাদা – কেননা এতে ম্যাট ফিনিস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ব্যবহার না করলে ডিজিটাল আর্ট পিস হিসেবে ঘরের সৌন্দর্য বাড়াবে।
বলে রাখি, সদ্য লঞ্চ হওয়া হাইসেন্স ক্যানভাসটিভির, স্যামসাং দ্য ফ্রেম টিভি (Samsung The Frame TV)-র সাথে অত্যন্ত মিল রয়েছে, তবে এটি স্যামসাংয়ের তুলনায় অনেক সস্তায় কেনা যাবে। সেক্ষেত্রে নতুন স্মার্ট টিভিটি স্যামসাংয়ের দ্য ফ্রেম টিভির সাথে সস্তা বিকল্প হিসেবে প্রতিযোগিতা করবে বলেই স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে। তবে শুধু যে ডিজাইনের জন্যই হাইসেন্সের এই নতুন স্মার্ট টিভি বিশেষ তা নয়, এতে থিয়েটারের মতো ছবি-শব্দের অভিজ্ঞতাও মিলবে। চলুন, এখন হাইসেন্স ক্যানভাসটিভি স্মার্ট টিভির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছু জেনে নেওয়া যাক…
নতুন Hisense CanvasTV-র দাম, লভ্যতা
কোম্পানি তার হাইসেন্স ক্যানভাসটিভিটি ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চি – দুটি স্ক্রিন সাইজে চালু করেছে। এর মধ্যে ৫৫ ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে ৯৯৯ ডলার (প্রায় ৮৩ হাজার টাকা), আর ৬৫ ইঞ্চি মডেলটি ১,২৯৯ ডলার (প্রায় ১ লাখ ১০ হাজার টাকা) মূল্যে মিলবে। তুলনামূলকভাবে এগুলি স্যামসাং দ্য ফ্রেম টিভির থেকে ৭০০ ডলার (প্রায় ৫৮ হাজার টাকা) পর্যন্ত সস্তা।
প্রসঙ্গত, এই মুহূর্তে ক্যানভাসটিভির দাম ছাড়া ভারতে এগুলির উপলভ্যতার কথা অর্থাৎ কীভাবে কেনা যাবে বা টিভিগুলি আদৌ এদেশে মিলবে কিনা, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। হাইসেন্স, মার্কিন বাজারের প্রেক্ষিতে জানিয়েছে যে চলতি বছরে গ্রীষ্মের মরসুম শেষ হলে তারা স্মার্ট টিভিগুলির বিক্রি শুরু করবে।
Hisense CanvasTV-র স্পেসিফিকেশন
কম দাম হলেও, হাইসেন্স ক্যানভাসটিভি ফিচারের সাথে তো কোনোরকম আপোষ করেইনা, বরঞ্চ এটি তার ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বীর মতোই অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি বিশিষ্ট 4K কিউএলইডি ডিসপ্লের সাথে আসে। এর স্ক্রিন রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, যা স্মুথ ভিজ্যুয়াল প্রদান করে। এছাড়া এই টিভির ডিসপ্লেতে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর রয়েছে, যার ফলে ঘরের আলো অনুযায়ী এর ব্রাইটনেস অ্যাডজাস্ট হবে। অন্যদিকে ক্যানভাসটিভিতে থাকছে মাল্টি চ্যানেল ২.০.২ সারাউন্ড সাউন্ডের ফাংশনও। মানে এর ইউজাররা থিয়েটারের মতো হাই কোয়ালিটির ছবি-শব্দ উপভোগ করতে পারবেন, যেমনটা আগেই বলেছি।
তাছাড়া হাইসেন্স ক্যানভাসটিভি বিভিন্ন প্রিলোডেড স্টাইল ও আর্ট পিসের সাথে আসে, যেখানে চাইলে নিজের ছবিও রাখা যাবে। এমনকি এর রিমোটে একটি আর্ট মোড বাটন আছে, যা দিয়ে প্রিলোডেড আর্ট পিস থেকে নিজের ফটোগুলি স্যুইচ করা যাবে। এখানেই শেষ নয়, টিভিটিতে এমন ফিচারও (পড়ুন মোশন সেন্সর) দেওয়া হয়েছে যে ঘর খালি থাকলে এটি নিজে থেকেই ডিসপ্লে বন্ধ করে দেবে।