সবথেকে সস্তায় QLED টিভি, অবিশ্বাস্য দামে টেলিভিশনের দুনিয়া তুলকালাম করবে Infinix

Update: 2023-06-30 13:17 GMT

ইনফিনিক্স (Infinix) স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের পণ্য তৈরির জন্য প্রসিদ্ধ। কোম্পানিটি আজ ভারতে তাদের একটি নতুন প্রোডাক্ট লঞ্চের বার্তা দিয়ে টিজার প্রকাশ করেছে। যা কিউএলইডি (QLED) ডিসপ্লে সহ একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। এটি দেশে উপলব্ধ ৩২ ইঞ্চির প্রথম কিউএলইডি হওয়ার কারণে বাজারে রীতিমত সাড়া ফেলবে বলে অনুমান করা হচ্ছে।

Infinix ভারতের প্রথম 32 ইঞ্চি QLED টিভি লঞ্চ করবে

সাধারণত কিউএলইডি (QLED) ডিসপ্লে প্রিমিয়াম গ্রেডের স্মার্টটিভিতে পাওয়া যায়, যেমন স্যামসাং (Samsung৷ তবে, এখন ইনফিনিক্স একটি সাশ্রয়ী মূল্যের কিউএলইডি টিভি তৈরি করে ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ধরনের অত্যাধুনিক ডিসপ্লে প্রযুক্তি ৩২ ইঞ্চির টিভিতে প্রথমবার দেখা যাবে। এই আকারে, বেশিরভাগ নির্মাতাই ফুলএইচডি রেজোলিউশন (১,০৮০ পিক্সেল) দূরের কথা, ৩২ ইঞ্চির ক্ষেত্রে সাধারণত এইচডি রেজোলিউশনই (৭২০ পিক্সেল) বেছে নেয়। তাই কিউএলইডি প্যানেল যুক্ত ৩২ ইঞ্চির টিভি দেশের ক্রেতামহলে সাড়া ফেলতে পারে।

রিপোর্ট থেকে জানা গেছে যে, ইনফিনিক্সের আসন্ন কিউএলইডি টিভিতে ওয়েবওএস (WebOS) সফটওয়্যার থাকবে এবং বেশ কিছু অত্যাধুনিক ফিচার সহ ইউজার-ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স প্রদান করবে। ৩২ ইঞ্চির বেস মডেল ছাড়াও, ইনফিনিক্স কিউএলইডি টিভি একটি উচ্চতর ৪৩ ইঞ্চির ভ্যারিয়েন্টেও আসবে। দাম ১২,০০০ টাকারও কম হবে বলে ইঙ্গিত দিয়েছে, যা একটি কিউএলইডি টিভি হিসাবে যথেষ্ট সস্তা।

এছাড়াও, নতুন Infinix WebOS QLED TV স্লিম বডির সাথে একটি ফ্রেমবিহীন ডিজাইন অফার করবে বলে জানা গেছে। সেই সাথে, এটি প্রাণবন্ত রঙ প্রদর্শন করতে এবং সঠিক রঙের পুনরুৎপাদন করতেও সক্ষম হবে। এগুলি ছাড়া, Infinix QLED TV সম্পর্কে আর কোনও তথ্য উপলব্ধ নেই। তবে যেহেতু কোম্পানির তরফে স্মার্ট টিভিটির জন্য টিজার প্রকাশ করা হয়েছে, তাই খুব শীঘ্রই এটির বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News