মাত্র 5999 টাকা থেকে TV, ওয়াশিং মেশিন 4990 টাকা থেকে, কেনাকাটায় সাউন্ডবার ফ্রি
Kodak এবং Thomson ব্র্যান্ডের স্মার্ট টিভিতে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। সেলে 5,999 টাকা থেকে LED TV পাওয়া যাবে। আবার 50 ইঞ্চি 4K টিভি কিনলে বিনামূল্যে সাউন্ডবার পাওয়া যাবে।
আপনি যদি স্মার্ট টিভি, সাউন্ডবার বা ওয়াশিং মেশিন নেওয়ার কথা ভেবে থাকেন তবে এটিই কেনার সঠিক সময়। কারণ ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেল গত 20 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে 25 ডিসেম্বর 2024 পর্যন্ত। এই সেলে টিভি এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট বিশাল ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। বিশেষ করে Kodak এবং Thomson ব্র্যান্ডের স্মার্ট টিভিতে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। সেলে 5,999 টাকা থেকে LED TV পাওয়া যাবে। আবার 50 ইঞ্চি 4K টিভি কিনলে বিনামূল্যে সাউন্ডবার পাওয়া যাবে।
সেলে এই দামে পাওয়া যাবে Kodak স্মার্ট টিভি
কোডাক গুগল টিভি প্ল্যাটফর্মের সহযোগিতায় পাঁচটি নতুন QLED টিভি লঞ্চ করেছে: 43-ইঞ্চি, 50-ইঞ্চি, 55-ইঞ্চি, 65-ইঞ্চি এবং 75-ইঞ্চি। এদের দাম শুরু হয়েছে 20,999 টাকা থেকে। এই মডেলগুলিতে রয়েছে ডিটিএস ট্রাসারাউন্ড সাউন্ড, 1.1 বিলিয়ন কালার সহ কিউএলইডি 4K ডিসপ্লে, ডলবি অ্যাটমস, এইচডিআর 10, 2 জিবি র্যাম এবং 16 জিবি ইন্টারনাল স্টোরেজ।
আবার সেলে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে চলা কোডাক 9 এক্সপ্রো সিরিজের 32 ইঞ্চি এইচডি রেডি মডেল এবং বেশ কয়েকটি ফুল এইচডি টিভি কম দামে বিক্রি হচ্ছে, যাদের দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। এই টিভিগুলিতে রিয়েলটেক প্রসেসর, ডলবি ডিজিটাল প্লাস, ইনবিল্ট নেটফ্লিক্স, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ক্রোমকাস্টের মতো ফিচার রয়েছে।
কোডাক টিভি অফারের তালিকা
এই সেলে 24SE5002 মডেল নম্বরের 24 ইঞ্চি টিভি 5,999 টাকায় পাওয়া যাবে। অন্যদিকে 329X5051 মডেল নম্বরের 32 ইঞ্চি টিভি 9,999 টাকায় কেনা যাবে। এছাড়া 409X5061 মডেল নম্বরের 40 ইঞ্চি টিভি 14,999 টাকায়, 50CAPROGT5012 মডেল নম্বরের 50 ইঞ্চি টিভি 25,999 টাকায়, 55MT5022 মডেল নম্বরের টিভি 30,999 টাকায় এবং 75MT5044 মডেল নম্বরের টিভি 69,999 টাকায় পাওয়া যাবে।
Thomson: ওয়াশিং মেশিন, টিভি কিনলে সাউন্ডবার ফ্রি
থমসন ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেল চলাকালীন স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন এবং স্পিকারের উপরও বিশাল ছাড় ঘোষণা করেছে। বিগ সেভিং ডেজ সেল চলাকালীন, থমসন তাদের নতুন লঞ্চ হওয়া আলফাবিট 25W সাউন্ডবারটি থমসন 50 ইঞ্চি 4K টিভি কিনলে একেবারে বিনামূল্যে পাওয়া যাবে, যার দাম শুরু 24,999 টাকা থেকে।
বিগ সেভিং ডেজ সেল চলাকালীন, থমসনের দুটি সাউন্ডবার, আলফাবিট 25 এবং আলফাবিট 60 বার, 3,449 টাকায় বিক্রি হবে।
এই সেলে 24Alpha001 মডেল নম্বরের 24 ইঞ্চি টিভি 5,999 টাকায়, 32Alpha007BL মডেল নম্বরের 32 ইঞ্চি টিভি 8,299 টাকায়, 40Alpha009BL মডেল নম্বরের টিভি 14,999 টাকায়, 43Alpha005BL মডেল নম্বরের টিভি 14,999 টাকায়, Q32H1111 মডেল নম্বরের টিভি 11,499 টাকায়, Q55H1001 মডেল নম্বরের টিভি 30,999 টাকায় এবং Q75H1101 মডেল নম্বরের টিভি 69,999 টাকায় পাওয়া যাবে।
ওয়াশিং মেশিনেও বিশাল ছাড়
TW7000 মডেল নম্বরের একটি সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন সেলে 4,990 টাকায় কেনা যাবে, আর TSA7500SP মডেলটি 7,590 টাকায়, TSA8000SP মডেলটি 8,499 টাকায়, TSA9000SP সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন 9,499 টাকায়, এবং TTL7000S মডেল নম্বরের একটি ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন 11,499 টাকায় কেনা যাবে।