ভারতের বাজারে দু-দুটি নতুন মনিটর লঞ্চ করল OnePlus, মিলবে আকর্ষণীয় ডিসপ্লে
বহু টিজার প্রকাশের পর অবশেষে আজ ভারতসহ বিশ্ববাজারে OnePlus Monitor X 27 এবং Monitor E 24 নামের দুটি দীর্ঘ প্রতীক্ষিত মনিটর লঞ্চ করল OnePlus। এই মনিটরগুলি উচ্চ রিফ্রেশ রেট, ভালো ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স এবং আরো নানাবিধ উন্নত ফিচার অফার করবে। এর মধ্যে OnePlus Monitor X 27 মডেলটিতে থাকবে 2K রেজোলিউশনের স্ক্রিন, যেখানে দ্বিতীয় বিকল্প অর্থাৎ OnePlus Monitor E 24 মডেলে ক্রেতারা ফুল-এইচডি প্যানেল পাবেন। আসুন এখন এই দুটি OnePlus মনিটরের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম, লভ্যতা ইত্যাদি তথ্য এক নজরে দেখে নিই।
OnePlus Monitor X 27 এবং Monitor E 24-এর দাম, প্রাপ্যতা
ভারতের বাজারে ওয়ানপ্লাস মনিটর এক্স ২৭-এর দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা; এটি আগামী ১৫ই ডিসেম্বর থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (OnePlus.in)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। মনিটর ই ২৪-এর মূল্য এবং লভ্যতা সংক্রান্ত বিবরণ পরে জানানো হবে। এই প্রসঙ্গে বলে রাখি, ওয়ানপ্লাস মনিটর এক্স২৭-এর ক্রেতারা আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই এবং নেটব্যাঙ্কিং ট্র্যানজাকশন করলে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন৷ উপরন্তু, এতে ৬ মাস পর্যন্ত মেয়াদের জন্য নো কস্ট ইএমআই স্কিম কাজে লাগানো যাবে।
OnePlus Monitor X 27-এর স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস মনিটর এক্স ২৭-এ আছে বেজেল-লেস ডিজাইনের ২৭ ইঞ্চি অ্যান্টি-গ্লেয়ার কিউএইচডি আইপিএস প্যানেল যার রেজোলিউশন ২৫৬০×১৪৪০ পিক্সেল, রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ, স্ক্রিন রেসপন্স টাইম ১ এমএস এবং ব্রাইটনেস ৩৫০ নিটস। এটি ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল এবং ৯৫% ডিসিআই পি-৩ (DCI-P3) কালার গামুট অফার করবে। সাথে থাকবে টিইউভি (TUV) রাইনল্যান্ড সার্টিফিকেশন। এছাড়া এই মনিটরে স্ট্যান্ডার্ড, মুভি, পিকচার, ওয়েব এবং গেম – মোট চারটি ভিন্ন ছবির মোড ব্যবহার করা যাবে। একইভাবে মনিটর এক্স ২৭-এর ইউএসবি টাইপ-সি পোর্ট ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে; অন্যদিকে এতে কানেক্টিভিটির অন্যান্য বিকল্প হিসেবে মিলবে এইডিএমআই ২.১ পোর্ট, ডিপি ১.৪, দুটি ইউএসবি ৩.০ পোর্ট এবং একটি হেডফোন জ্যাক৷ ইউজাররা এতে ফাস্ট এবং স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন; যারা গেম খেলেন তাদের ক্ষেত্রে তো এটি সেরা বিকল্প হতে পারে।
OnePlus Monitor E 24-এর স্পেসিফিকেশন
সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাস মনিটর ই ২৪-এ আছে ২৪ ইঞ্চি ফুল-এইচডি আইপিএস প্যানেল যা ১৬.৭ মিলিয়ন ট্রু-টু-লাইফ কালার এবং ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল অফার করার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে এতে ৭৫ হার্টজ রিফ্রেশ রেটের সাথে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন, বেজেল-লেস ডিজাইন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড এবং বিল্ট-ইন কেবল মিলবে। কানেক্টিভিটির ক্ষেত্রে এটি অফার করবে এইডিএমআই ১.৪ পোর্ট, ভিজিএ পোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক। আবার এই মনিটরে ১৪ ওয়াট পাওয়ার ডেলিভারির সুবিধা পাওয়া যাবে।