দাম শুরু মাত্র ৬৬০০ টাকা থেকে, ৬৫ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সহ লঞ্চ হল Redmi Smart TV

By :  SUPARNA
Update: 2023-07-21 09:38 GMT

Xiaomi -এর সাব-ব্র্যান্ড Redmi আজ (২১শে জুলাই) তাদের হোম মার্কেটে Redmi Smart TV A Series 2024 লঞ্চ করলো। নতুন টেলিভিশন লাইনআপের অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করেছে, যথা - Redmi TV A32 (৩২-ইঞ্চি ডিসপ্লে সাইজ), Redmi TV A43 (৪৩-ইঞ্চি ডিসপ্লে সাইজ) এবং Redmi TV A65 (৬৫-ইঞ্চি ডিসপ্লে সাইজ)। প্রত্যেকটি ভ্যারিয়েন্ট স্বতন্ত্র তথা চিত্তাকর্ষক স্পেসিফিকেশনের সাথে এসেছে। যেমন বেস মডেল ল্যাগ-ফ্রি নেভিগেশন এবং ইনফ্রারেড বিকল্প অফার করে। আর Redmi TV A43 মডেলে ১.০৭ বিলিয়ন কালার সমর্থিত FHD ডিসপ্লে প্যানেল এবং ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই রয়েছে। আর উচ্চতর Redmi TV A65 এসেছে ২১০ ওয়াটের স্পিকার সিস্টেমের সাথে। এছাড়া তিনটি টিভিই অত্যাশ্চর্য ভিজ্যুয়াল কোয়ালিটি, স্মুথ পারফরম্যান্স, একাধিক কানেক্টিভিটি বিকল্পের সুবিধা প্রদান করার পাশাপাশি MIUI টিভি সিস্টেম ওএস চালিত হবে। চলুন নয়া Redmi Smart TV A Series 2024 -এর দাম ও বিশেষত্ব সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Redmi Smart TV A32, A43 এবং A65 মডেলের স্পেসিফিকেশন

রেডমি স্মার্ট টিভি এ৩২ (A32) মডেলটি কমপ্যাক্ট ডিজাইনের সাথে এসেছে। এতে মেটাল বডি পরিবেষ্টিত ৩২-ইঞ্চির ডিসপ্লে স্ক্রিন আছে, যা ১৩৬৬x৭৬৮ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। সংস্থাটির দাবি অনুসারে, এই স্মার্ট টেলিভিশনটি দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। পারফরম্যান্সের জন্য আলোচ্য ডিভাইসে কোয়াড-কোর সিপিইউ এবং মালি জিপিইউ থাকছে। এই টিভি ল্যাগ-ফ্রি নেভিগেশন নিশ্চিত করে। আর কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই (২.৪গিগাহার্টজ) এবং ইনফ্রারেড বিকল্প অফার করে।

নাম অনুসারে, রেডমি স্মার্ট টিভি এ৪৩ (A43) মডেলে রয়েছে ৪৩-ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল, যা ১.০৭ বিলিয়ন কালার সাপোর্ট করার দরুন প্রাণবন্ত ইমেজ কোয়ালিটি সরবরাহ করে৷ কানেক্টিভিটির জন্য আলোচ্য টেলিভিশনে - ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই (২.৪গিগাহার্টজ), নেটওয়ার্ক পোর্ট, এবং দুটি এইচডিএমআই ইন্টারফেস বিকল্প বিদ্যমান।

যারা দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতা লাভ করতে চান তাদের জন্য সিরিজের টপ-এন্ড মডেল Redmi Smart TV A65 আদর্শ। এতে ৬৫-ইঞ্চির বৃহদাকার ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, যা ৪কে (৩৮৪০x২১৬০ পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। উৎকর্ষমানের পারফরম্যান্স অফারের জন্য আলোচ্য ডিভাইসটি কর্টেক্স এ৩৫ কোয়াড-কোর সিপিইউ এবং মালি জি৩১ এমপি২ জিপিইউ সহ এসেছে। আবার অডিও বিভাগের ক্ষেত্রে এতে ২১০ ওয়াটের স্পিকার সিস্টেম পাওয়া যাবে, যা জোরালো তথা 'ক্রিস্টাল ক্লিয়ার' সাউন্ড অফার করে।

এছাড়া, সিরিজের প্রত্যেকটি টিভি মডেল এমআইইউআই (MIUI) টিভি সিস্টেম ওএস দ্বারা চালিত। এগুলিতে একাধিক অ্যাপ এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যাক্সেস পাওয়া যাবে। অধিকন্তু, Redmi Smart TV A-Series 2024 লাইনআপকে শাও এআই (Xiao Ai) ইন-বিল্ট স্মার্ট অ্যাসিস্ট্যান্টের সাথে নিয়ে আসা হয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা ভয়েস কমেন্টিং করে আলোচ্য স্মার্ট টেলিভিশনগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

Redmi Smart TV A32, A43 এবং A65 মডেলের দাম

Redmi Smart TV A32 টেলিভিশন মডেলের দাম মাত্র ৫৭৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৬,৬০০ টাকা) থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, Redmi Smart TV A43 মডেলের দাম রাখা হয়েছে ৮১৮ ইউয়ান (প্রায় ৯,৩০০ টাকা) এবং Redmi Smart TV A65 -এর দাম থাকছে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৮০০ টাকা)। বর্তমানে Redmi Smart TV A Series 2024 আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে কেনার জন্য উপলব্ধ। তবে ভারত সহ বিশ্ববাজারে এই টিভি লাইনআপকে কবে নাগাদ লঞ্চ করা হবে তা এখনো জানা যায়নি।

Tags:    

Similar News