10 হাজার টাকার কমে স্মার্ট টিভি আনল Reliance, নিন Netflix, Hotstar এর মজা

By :  techgup
Update: 2024-09-08 10:59 GMT

নতুন সিনেমা এখন বাড়িতে বসেই দেখা যায়, এরজন্য সিনেমা হলে যেতে হয়না। মোবাইল ছাড়াও স্মার্ট টিভিতেও ওটিটি অ্যাপের মাধ্যমে নতুন নতুন সিনেমা উপভোগ করা যায়। আর বেশিরভাগ স্মার্ট টিভিতে নেটফ্লিক্স এবং হটস্টারের মতো ওটিটি অ্যাপ সাপোর্ট করে। তবে আপনার বাজেট যদি কম থাকে তাহলে কিন্তু ভালো স্মার্ট টিভি খুঁজে পাওয়া কঠিন। কিন্তু এই সমস্যার সমাধান করেছে Reliance। আজ্ঞে হ্যাঁ সস্তায় Smart TV নিয়ে এসেছে তারা। আর এই টিভির স্ক্রিন সাইজ 32 ইঞ্চি। এটি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি।

Reliance 32 inch HD Ready LED Smart TV এর মূল্য এবং অফার

রিলায়েন্স 32 ইঞ্চি এইচডি রেডি এলইডি স্মার্ট টিভির আসল দাম 21,490 টাকা। তবে এটি জনপ্রিয় অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে 9,999 টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ এই টিভির উপর সরাসরি 55 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

আবার HDFC ব্যাঙ্কের কার্ডে 500 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। রিলায়েন্সের তরফে এই স্মার্ট টিভি কেনার ক্ষেত্রে 10 দিনের রিপ্লেসমেন্ট পলিসি অফার করা হচ্ছে। সাথে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি+হটস্টার এবং ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

Reliance 32 inch HD Ready LED Smart Tv আদতে একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত টিভি। এতে আছে এইচডি রেডি 1366X768 পিক্সেল রেজোলিউশনের স্ক্রিন। টিভিটি 24 ওয়াট সাউন্ড আউটপুট দেবে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট 60 হার্টজ।

Thomson 9a Smart TV

থমসনের এই টিভির সাইজ 32 ইঞ্চি এবং এটি এখন 10 হাজার টাকার কমে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। এর আসল দাম 14,499 টাকা, তবে ফ্লিপকার্ট থেকে 9,499 টাকায় বিক্রি হচ্ছে। এটিও একটি অ্যান্ড্রয়েড টিভি। এই টিভির সাথে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

Tags:    

Similar News