তিনটি স্ক্রিন সাইজে Sony Bravia X82L স্মার্ট টিভি ভারতে লঞ্চ হল, দাম দেখে নিন
ভারতে পা রাখল Sony সংস্থার নতুন স্মার্ট টিভি, যার নাম Bravia X82L। এটি তিনটি স্ক্রিন সাইজে এসেছে - ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি। গত এপ্রিল মাসেই ব্র্যান্ডটি Bravia X70L, X75L, and X80L টেলিভিশন নিয়ে আসে ভারতে। এবার এদের উত্তরসূরি হিসেবে এল ব্র্যান্ডের নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্ট টিভিটি। এতে রয়েছে 4K এইচডিআর পিকচার ইঞ্চিন, অটো লো ল্যাটেন্সি মোড, গেসচার কন্ট্রোল ও ভয়েস কন্টোলের সুবিধা। চলুন দেখে নেওয়া যাক নতুন Sony Bravia X82L স্মার্ট টিভির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Sony Bravia X82L-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে ৫৫ ইঞ্চি সনি ব্রাভিয়া এক্স৮২এল স্মার্ট টিভির দাম ধার্য করা হয়েছে ৯১,৯৯০ টাকা। পাশাপাশি এর ৬৫ ইঞ্চি মডেল মডেলের দাম থাকছে ১,২৪, ৯৯০ টাকা। তবে এর ৭৫ ইঞ্চি মডেলের দাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। সনি ব্রাভিয়া এক্স৮২এল স্মার্ট টিভিটি বর্তমানে সনি সেন্টার সহ দেশে জনপ্রিয় ইলেকট্রনিক্স স্টোর এবং ই-কমার্স পোর্টাল থেকে কিনতে পাওয়া যাচ্ছে।
Sony Bravia X82L-এর স্পেসিফিকেশন ও ফিচার
Sony Bravia X82Lস্মার্ট টেলিভিশনটি ৫৫, ৬৫ এবং ৭৫ ইঞ্চি স্ক্রিন বিকল্পের সাথে এসেছে। মডেলগুলি 4K রেজোলিউশন অফার করার পাশাপাশি এতে এইচডিআর ফরম্যাট সাপোর্ট করবে। শুধু তাই নয়, টিভিটিতে রয়েছে 4K এইচডিআর পিকচার ইঞ্চিন এবং ট্রাইলুমিনাস প্রো অ্যালগোরিদম। আর টিভিটি আইম্যাক্স এনহ্যান্স সার্টিফিকেটপ্রাপ্ত, যা উজ্জ্বল ভিজ্যুয়াল এবং মনোরম সাউন্ড এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম।
আবার টিভিটির অডিও প্রসঙ্গে বলতে গেলে, এতে রয়েছে ডলবি অ্যাটমস ও স্প্যাসিয়াল সাউন্ড সহ এক্স ব্যালেন্স স্পিকার। আবার এতে এক্স প্রোটেকশন প্রো টেকনোলজি উপলব্ধ। যার ফলে ধুলো এবং আদ্রতার পাশাপাশি বজ্রপাত থেকে টিভিটি সুরক্ষিত থাকবে।
অন্যদিকে, Sony Bravia X82L টিভিতে ব্রাভিয়া কোর অ্যাপের মাধ্যমে সনি পিকচার্স মুভি লাইব্রেরী থেকে পছন্দের মুভি বেছে নিয়ে 4K ব্লু রে টেকনোলজির সাহায্যে স্ট্রিম করা সম্ভব। এখানেই শেষ নয়, নতুন স্মার্ট টিভিতে থাকছে বিভিন্ন রিফ্রেশ রেট, অটো লো ল্যাটেন্সি মোড, অটো এইচডি টোন ম্যাপিং এবং গেম মোড।
অন্যদিকে, টিভিটিতে একটি ব্রেভিয়া ক্যাম বর্তমান, যা ব্যবহারকারীর জেসচার কন্ট্রোল করার পাশাপাশি প্রক্সিমিটি অ্যালার্ট দেবে, অথচ ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে। এখানে জানিয়ে রাখি, Sony Bravia X82L গুগল টিভি ওএসে রান করবে। আর এতে পাওয়া যাবে ভয়েস কন্ট্রোলের সুবিধা। আবার টিভিটি ক্রোমকাস্ট, অ্যাপল এয়ারপ্লে এবং হোমকিট সাপোর্ট সহ এসেছে।
তদুপরি নতুন Sony Bravia X82L স্মার্ট টিভির কানেক্টিভিটি অপশনে শামিল হয়েছে চারটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ইথারনেট পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং একটি হেডফোন জ্যাক।