DL-Aadhaar-PAN-Voter ID: আর পকেটে নিয়ে ঘোরার দরকার নেই আধার-প্যান-ভোটার কার্ড, এখানে সেভ রাখুন

আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), ভোটার আইডি কার্ড (Voter ID Card) এবং ড্রাইভিং লাইসেন্সের (DL) মত নথিগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বাড়ির বাইরে কোথাও যাওয়ার ক্ষেত্রে কিংবা সরকারি, বেসরকারি কোনো কাজের প্রসঙ্গে পরিচয়পত্র শ্রেণীর এই ডকুমেন্টগুলি দরকার হয়ই। স্বাভাবিকভাবেই এগুলিকে বেশিরভাগ সময় সাথে নিয়ে ঘুরতে হয়। কিন্তু স্মার্টফোনের এই জমানায় এত খাটনির কোন প্রয়োজন নেই, বরঞ্চ এখন DigiLocker নামে এমন একটি অ্যাপ রয়েছে যেখানে আমরা আধার বা প্যান জাতীয় গুরুত্বপূর্ণ নথিগুলি সংরক্ষণ করতে পারি। এটি, ভারত সরকার কর্তৃক চালু হওয়া একটি অ্যাপ যাতে সমস্ত ডকুমেন্ট বা তথ্যাদি সুরক্ষিত থাকবে। আসুন, এখন এই DigiLocker অ্যাপের সুবিধা সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই।

DigiLocker অ্যাপ ব্যবহারের সুবিধা

১. সরকার কর্তৃক চালু হওয়া ডিজিলকার অ্যাপের সুবিধা হল যে, এর মাধ্যমে আপনি যেকোনো সময়, যেকোনো জায়গায় আধার-ভোটার-প্যানের মত নথি অ্যাক্সেস করতে পারবেন।

২. এক্ষেত্রে সরকারি বা এই জাতীয় (রেজিস্ট্রার অফিস, আয়কর বিভাগ, সিবিএসই কর্তৃক রেজিস্টার্ড) ডকুমেন্টগুলি সরাসরি ব্যক্তির ডিজিলকার অ্যাকাউন্টে সেভ হবে।

৩. এই অ্যাপের ইন-বিল্ট ক্লাউড স্টোরেজ স্পেস ইউজারদের আধার (UIDAI) নম্বরের সাথে সংযুক্ত থাকবে। এর স্টোরেজ রেঞ্জও বেশ বিস্তৃত।

৪. ডিজিলকার অ্যাপের মাধ্যমে আপনি অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট শেয়ার করতে পারবেন।

DigiLocker অ্যাপের ব্যবহার সহজ এবং সুবিধাজনক

ডিজিলকার অ্যাপের ইন্টারফেস বেশ সহজ – এর হোম সেকশনে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, শিক্ষা, ব্যাঙ্কিং ও বীমা এবং আরও অন্যান্য বিভাগ কর্তৃক জারি হওয়া ডকুমেন্টগুলি অ্যাক্সেস করা যায়। এর জন্য আপনাকে শুধু নির্দিষ্ট ক্যাটেগরি বা সেকশন নির্বাচন করে প্রয়োজনীয় বিশদগুলি পূরণ করতে হবে, এতে করে আপনার নথিগুলি অ্যাপটিতে যুক্ত হবে।

DigiLocker অ্যাপটি কি নিরাপদ?

বলে রাখি, ডিজিলকার সম্পূর্ণ নিরাপদ একটি অ্যাপ। এটিতে আপনার ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। এই অ্যাপটি ISO 27001 স্ট্যান্ডার্ডের অধীনে হোস্ট করা হয়েছে।
এছাড়া অ্যাপটি ২৫৬-বিট এসএসএল (SSL) বা সিকিউর সকেট প্লেয়ার সার্টিফিকেশন সিস্টেম ব্যবহার করে, তাই এতে ইস্যু করা ডকুমেন্টগুলি সম্পূর্ণরূপে এনক্রিপ্টেড থাকবে।