নতুন লঞ্চ হওয়া Maruti Suzuki Jimny মাত্র 1.5 লাখ টাকায় কেনার সুযোগ, বিস্তারিত জানুন

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে পদার্পন করেছে পাঁচ দরজার SUV Maruti Suzuki Jimny। গাড়িটির দাম ১২.৭৪ লক্ষ টাকা থেকে শুরু করে ১৫.০৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। ভারতে জিমনির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Mahindra Thar ও Force Gurkha। এদেশে সদ্য লঞ্চ হওয়া গাড়িটি মারুতি সুজুকির নেক্সা (Nexa) ডিলারশিপের অধীনে বিক্রি করা হবে। Jimny-তে রয়েছে একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১০৫ পিএস শক্তি ও ১৩৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ৬-স্পিড ম্যানুয়াল ও ট্রান্সমিশন এবং ৪-স্পিড অটোমেটিক গিয়ারবক্স অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে এটি।

Maruti Suzuki Jimny কিনুন 1.5 লাখ ডাউনপেমেন্টে

এখন বিষয় হচ্ছে, পাঁচ দরজা বিশিষ্ট জিমনির পিছনে শুরুতেই একগাদা টাকা খরচ করে কেনার বদলে অনেকেই মাসিক কিস্তির বিকল্পে বাড়ি আনার পরিকল্পনা করছেন। কিন্তু সে ক্ষেত্রে কত টাকা ডাউনপেমেন্ট করতে হবে, সেই সম্পর্কে বিশদ তথ্য জানা নেই। যে কারণে ইন্টারনেটে তথ্য সন্ধান করছেন অসংখ্য সম্ভাব্য ক্রেতা। সেই খোঁজের অবসান ঘটাতেই মেটাতেই এই প্রতিবেদনে মারুতি সুজুকি জিমনি-র ইএমআই প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Jimny এদেশে চারটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে – Zeta MT, Alpha MT, Zeta AT ও Alpha AT। এদের অন-রোড মূল্য যথাক্রমে – ১৪.৭৪ লাখ টাকা, ১৫.৮৩ লাখ টাকা, ১৬.১১ লাখ টাকা ও ১৭.২০ লাখ টাকা। এখন বিষয় হচ্ছে, ব্যাঙ্ক বিশেষে সুদের হার ভিন্ন হয়। আবার লোন পরিশোধের সময়কাল ক্রেতারা নিজেদের পছন্দ মতন বেছে নিতে পারেন। এক্ষেত্রে সুদের হার ১০ শতাংশ এবং লোন পরিশোধের সময়কাল ৫ বছর ধরে আলোচনা করা হল।

Maruti Suzuki Jimny Zeta MT কিনতে যদি ১.৫০ লাখ টাকা ডাউনপেমেন্ট করা হয় সে ক্ষেত্রে প্রতি মাসে ইএমআই-এর পরিমাণ দাঁড়াবে ২৮,১২৬ টাকা। Alpha MT কেনার ক্ষেত্রে ১.৫৮ লাখ টাকা ডাউনপেমেন্ট করা হলে মাস মাস ৩০,২৭১ টাকা ইএমআই গুণতে হবে। আবার Zeta AT বাড়ি আনতে হলে যদি এককালীন ১.৬১ লাখ টাকা জমা করা হয়, সে ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ পড়বে ৩০,৮১৭ টাকা। প্রিমিয়াম মডেল Alpha AT কিনতে হলে যদি ১.৭২ লাখ টাকা ডাউন পেমেন্ট করা হয়, তবে প্রতি মাসে ৩২,৮৯৮ টাকা ইএমআই জমা করতে হবে।